'লীলা কে গিলা' করতে রাখির গ্ল্যামারস অবতার
'লীলা কো গিলা কর দেঙ্গে হাম'। না কোনও বিজ্ঞাপনের চটকদারি ট্যাগ লাইন নয়, নয় কোনও ফিল্মের ডায়লগও। সানি লিওনের ওপর চটে গিয়ে এই মন্তব্যই করেছেন রাখি। আর তারপরই রাখির এই বিস্ফোরণ। রাখি নাকি সানির 'ওয়াট' লাগাতে চলেছেন। কিন্তু হঠাৎ এমন কি হল যাতে এতটাই চটেছেন বলিউডের এককালীন 'আইটেম গার্ল' রাখি সাওয়ান্ত। যে রাখি কাউকেই তোয়াক্কা করেননা তাঁর হঠাৎ এই মতিভ্রম? আসলে সানি আসাতে বলিউডের বাজার কমেছে রাখির। আর তাতেই ক্ষিপ্ত হয়েছেন তিনি। সানিকে টেক্কা দিতে নিজেকে আরও গ্ল্যামারস করতে তাই ছোট ছোট জামাকাপড় পরতে হচ্ছে তাকে। রাখির বক্তব্য, ''কিছু জিনিস ভেতরে থাকা উচিত , আর কিছু জিনিস বাইরে আনা দরকার"। আরও একধাপ এগিয়ে রাখি বলছেন, "আমি ভারতীয় নারী, আমি রাজনীতিতেও এসেছি। আমাকে এমন হতে বাধ্য করছে ও"। সানি যেন ভারত থেকে চলে যায় এমন উক্তিও করেছেন রাখি। শুধু ভারত থেকে নয় রাখি চান সানি যেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই চলে যান।
ওয়েব ডেস্ক: 'লীলা কো গিলা কর দেঙ্গে হাম'। না কোনও বিজ্ঞাপনের চটকদারি ট্যাগ লাইন নয়, নয় কোনও ফিল্মের ডায়লগও। সানি লিওনের ওপর চটে গিয়ে এই মন্তব্যই করেছেন রাখি। আর তারপরই রাখির এই বিস্ফোরণ। রাখি নাকি সানির 'ওয়াট' লাগাতে চলেছেন। কিন্তু হঠাৎ এমন কি হল যাতে এতটাই চটেছেন বলিউডের এককালীন 'আইটেম গার্ল' রাখি সাওয়ান্ত। যে রাখি কাউকেই তোয়াক্কা করেননা তাঁর হঠাৎ এই মতিভ্রম? আসলে সানি আসাতে বলিউডের বাজার কমেছে রাখির। আর তাতেই ক্ষিপ্ত হয়েছেন তিনি। সানিকে টেক্কা দিতে নিজেকে আরও গ্ল্যামারস করতে তাই ছোট ছোট জামাকাপড় পরতে হচ্ছে তাকে। রাখির বক্তব্য, ''কিছু জিনিস ভেতরে থাকা উচিত , আর কিছু জিনিস বাইরে আনা দরকার"। আরও একধাপ এগিয়ে রাখি বলছেন, "আমি ভারতীয় নারী, আমি রাজনীতিতেও এসেছি। আমাকে এমন হতে বাধ্য করছে ও"। সানি যেন ভারত থেকে চলে যায় এমন উক্তিও করেছেন রাখি। শুধু ভারত থেকে নয় রাখি চান সানি যেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই চলে যান।