ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণ- টাইমলাইন

চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ। আজ সকালে প্রিন্স আনয়ার শাহের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর গত কয়েকদিন ধরে প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন তিনি।

Updated By: May 30, 2013, 03:17 PM IST

৭.৩০টা-- সিরিটি মহাশ্মশানে শেষকৃত্যের আগে দেওয়া হচ্ছে গার্ড অফ অনার। সকলের চোখে জল। আছেন নগরপাল, প্রশাসনিক কর্তারাও।
শেষকৃত্যের আগে গান স্যালুট দেওয়া শুরু।
গুণমুগ্ধর সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
৭.২০টা-- সিরিটি শ্মশানে পৌঁছল ঋতুপর্ণ ঘোষের মৃতদেহ। গুণমুগ্ধের ভিড়ে গোটা এলাকা পরিপূর্ণ।
৬.৩০টা- নন্দন থেকে তাঁর মৃতদেহ আনা হল টেকনিশিয়ানস স্টুডিওতে। টলিউডের কলাকুশলীরা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
সেখানে তাঁকে অগনিত ভক্তরা তাঁকে ফুল, মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন
৩.৩০টা-- নন্দনে পৌঁছল ঋতুপর্ণ ঘোষের মৃতদেহ। ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিস।
 
২টা- বাসভবন থেকে বের করে আনা হল মৃতদেহ।
বিশিষ্ট পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ঋতুপর্ণের তুলনা তিনি নিজেই।
শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারি।
ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর খবর পেয়ে সকাল থেকেই তাঁর বাড়িতে আসতে শুরু করছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ৷
 তাঁর মৃত্যুতে শিল্পীমহলে শোকের ছায়া৷
প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে গেলেন সিনেমা জগতের ব্যক্তিত্বরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণ ঘোষের বাসভবনে যান।
সিরিটি মহাশ্মশানে আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে  
মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর
গত কয়েকদিন ধরে প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন তিনি
সকাল ৭টা-- ২৪ ঘণ্টা.ডট কম-- ব্রেকিং নিউজ-  প্রিন্স আনওয়ার শাহের বাসভবনে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঋতুপর্ণ ঘোষ।

.