Sabyasachi Mukherjee: এত দুঃখ কীসের? ফের নেটিজেনদের ট্রোলের মুখে ডিজাইনার সব্যসাচী
গয়নার নয়া কালেকশনে মডেলদের ঘিরে ট্রোল
নিজস্ব প্রতিবেদন: ফের বিতর্কে জড়ালেন ফ্য়াশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)। এবার ট্রোলের কেন্দ্র তাঁর বিজ্ঞাপনের মডেলরা। তাঁদের মুখভঙ্গি নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা।
সম্প্রতি জুয়েলারির Autumn/Winter 2021 কালেকশন লঞ্চ করেছেন সব্যসাচী (Sabyasachi Mukherjee)। যাতে রয়েছে হীরে, ওপালস, মুক্ত, রঙিন পাথরের গয়না এবং ২২ ক্যারেট সোনার গয়নার সমাহার। ইনস্টাগ্রামে এই নয়া কালেকশনের ছবিও পোস্ট করেছেন ফ্যাশন ডিজাইনার। এরপরই শুরু হয়েছে বিতর্ক। বিজ্ঞাপনে মডেলদের মুখভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। "মডেলদের মুখে এতো দুঃখের ছাপ কেন?" জানতে চান নেটিজেনরা।
একই ভাবে কয়েক মাস আগে মঙ্গলসূত্র কালেকশন লঞ্চ করেও বিতর্কে জড়ান সব্যসাচী মুখোপাধ্যায় (Designer Sabyasachi Mukherjee)। নেটিজেনদের একাংশ অভিযোগ করে, মঙ্গলসূত্রের নয়া বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দু ভাবাবেগে আঘাত করছেন ডিজাইনার।
Why are they so depressed... Like haunted ones... @sabya_mukherjee #Sabyasachi pic.twitter.com/FwIfSfUMgf
— Aru Sharma (@AruShar34889615) November 27, 2021
fixed it #Sabyasachi pic.twitter.com/gEaJvETWlr
— Alex Supertramp (@shekhariyat) November 27, 2021
কেন বিতর্ক?
ইনস্টাগ্রামে The Royal Bengal Mangalsutra-র বিজ্ঞাপনগুলো শেয়ার করেন সব্যসাচী মুখোপাধ্যায় (Designer Sabyasachi Mukherjee)। সেখানে একটি বিজ্ঞাপনে দেখা যায়, একজন মহিলা কালো অন্তর্বাস পরে একজন পুরুষের বুকে মাথা রেখে রয়েছেন। অপর একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সব্যসাচী মুখোপাধ্যায়ের (Designer Sabyasachi Mukherjee) নয়া মঙ্গলসূত্র পরে একজন মহিলা, একটি পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। বিজ্ঞাপনে সমলিঙ্গের সম্পর্কও দেখানো হয়।
Really sabyasachi??
What's wrong with u these days,
Who sell Mangalsutra like this.
If u have guts sell burkha, tabij in this manners??
Stop Hindu discremation #Sabyasachi pic.twitter.com/KL2DiqDIAI— Kanan Shah (@KananShah_) October 27, 2021
আর এতেই আপত্তি জানান নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন: Nusrat Jahan: সম্পর্কে ভাঙন! সোশ্যাল মিডিয়ায় জবাব দিলেন নুসরত
আরও পড়ুন: Kharkuto: ছুটির মুডে বাবিন-গুনগুন সহ গোটা খড়কুটো পরিবার