Saif Ali Khan Stabbed| Shah Rukh Khan: ICU-এ সইফ আলি খান, বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটলেন শাহরুখ...
Saif Ali Khan attacked: সইফ আলি খান ছুরি দিয়ে আঘাতের ঘটনায় তাঁকে দেখতে যান শাহরুখ খান। বুধবার গভীর রাতে তাঁর বান্দ্রার বাসভবনে চুরির করতে আসা দুষ্কৃতি তাঁর সহকর্মীর সঙ্গে হাতাহাতির সময় সইফ আলি খানের একাধিকবার ছুরির আঘাত লাগে বলে সূত্রের খবর। এই মর্মান্তিক...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানকে (Saif Ali Khan) দেখতে বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan), রনবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে যাচ্ছেন বলে সূত্রের খবর। এসআরকের গাড়ি দেখা গেছে হাসপাতাল চত্বরে।
সইফ আলি খানকে দেখতে বলিউড সুপারস্টার শাহরুখ খান, রনবীর কাপুর ও আলিয়া ভাট মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে যাচ্ছেন বলে সূত্রের খবর। বুধবার গভীর রাতে তাঁর বান্দ্রার বাসভবনে চুরির করতে আসা দুষ্কৃতি তাঁর সহকর্মীর সঙ্গে হাতাহাতির সময় সইফ আলি খানের একাধিকবার ছুরির আঘাত লাগে বলে সূত্রের খবর। এই মর্মান্তিক ঘটনাটি চলচ্চিত্র জগতে এবং ভক্তদের মধ্যে একটি শোকের ছায়া ছড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে এখন তিনি অনেকটাই স্থিতিশীল। সইফ আলি খানের অস্ত্রোপচারের পর তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
সূত্র মারফত খবর যিনি সইফ আলি খানকে আক্রমণ করেছেন তিনি তাঁর ছেলে জেহের ঘরে লুকিয়ে ছিলেন, তা প্রথম দেখে তাঁর সাহায্যকারীরা এবং দীর্ঘক্ষণ তরকাতরকি চলাকালীন ঘটনাস্থলে যান সাইফ এবং তখনই দুষ্কৃতি তাঁকে ছুরি দিয়ে আঘাত করে।
শাহরুখ খান ও সইফের দীর্ঘদিনের বন্ধুত্ব, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নেটিজেনদের। এর আগে তাঁদের যুগলবন্ধি ধরা পড়েছে একটি আইকনিক ছবি 'কাল হো না হো'-তে। তাঁদের একসঙ্গে জুটি বেঁধে অনবদ্য এই কাজ নেটিজেনদের মন কেড়ে নিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। বাদশার সঙ্গে সাইফের স্ত্রী করিনা কাপুর খানেরও একটি সুন্দর বন্ধন নেটিজেনদের চোখে পড়েছে, তাঁদের ছবি 'কাভি খুশি কাভি গম' এবং 'অশোকা' অত্যন্ত জনপ্রিয় এই দুটি ছবি।
শাহরুখকে যদিও দেখা যায়নি, তাঁর বিলাসবহুল গাড়িটিকে পাপারজ্জিরা লীলাবতী হাসপাতালের দিকে যেতে দেখেছেন, একটি সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়েছে শাহরুখ, সইফের এই দুঃসময়ে তিনি পাশে দাঁড়িয়েছেন।
সইফ আলী খানের সঙ্গে দুষ্কৃতির সংঘর্ষে একাধিকবার ছুরির আঘাতে আহত হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, এখনও অবধি তাঁকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। মুম্বই পুলিস নিশ্চিত করেছে এই ঘটনাটির সঙ্গে যুক্ত আছেন একজন চোর, ভোর ৪ টায় সময় সইফের বাড়িতে ঢুকে পামলা চালায় সে। আপাতত অভিযুক্তকে খুঁজছে পুলিস। এই মুহুর্তে, মুম্বাই পুলিস এবং ক্রাইম ব্রাঞ্চ উভয় দলই সইফ আলি খানের বাসভবনে রয়েছেন, সিসিটিভি ফুটেজ ব্যবহার করে অনুসন্ধান চালাচ্ছে তাঁরা। সূত্রের খবর সাইফের সাহায্যকারীরা দুষ্কৃতিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেন, এই হট্টগোলের সময়ই সাইফ জেগে ওঠেন এবং যান ঘটনাস্থলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)