জন্মদিনে ভক্তদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন সলমন খান, দেখুন ভিডিয়ো
গ্য়ালাক্সির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন সলমন খান
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![জন্মদিনে ভক্তদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন সলমন খান, দেখুন ভিডিয়ো জন্মদিনে ভক্তদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন সলমন খান, দেখুন ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/28/225933-slllmnn.jpgtears.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২৭ ডিসেম্বর ৫৪-তে পড়লেন সলমন খান৷ (Bollywood) বলিউড তারকার জন্মদিনে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে যেন ভক্তদের প্লাবন বয়ে যায়৷ গ্যালাক্সির বারান্দায় দাঁড়িয়ে সলমন যখন (Fans) ভক্তদের উদ্দেশে হাত নাড়াতে শুরু করেন, তখন আচমকাই তাঁর চোখ থেকে জল গড়াতে শুরু করে৷
আরও পড়ুন : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ছেলের সঙ্গে দূরত্বই কি মৃত্যুর দিকে ঠেলে দেয় কুশল পঞ্জবিকে?
জন্মদিনে গ্যালাক্সির বারান্দায় মিনিটখানেক দাঁড়িয়েছিলেন (Salman Khan) সলমন খান৷ প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য তাঁর হাজার হাজার ভক্ত সেখানে জড়ো হন৷ ভক্তদের ভালবাসা দেখে আচমকাই কেঁদে ফেলেন সলমন খান৷
দেখুন সেই ভিডিয়ো...
এদিকে ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ফের মামা হন সলমন খান৷ দাদার জন্মদিনেই বোন (Arpita Khan Sharma) অর্পিতা খান শর্মা জনেম দেন তাঁর দ্বিতীয় সন্তানের৷ ফলে ২৭ ডিসেম্বর খান বাড়িতে এখন 'ডবল ধামাকা' হবে বলেই মনে করছে বি টাউন৷
আরও পড়ুন : মৌসুমি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন জামাই, করছেন মানহানির মামলা
এদিকে (Dabangg 3) দাবাং থ্রি-র মুক্তির পর বর্তমানে রাধে-র শ্যুটিং শুরু করেছেন সলমন খান৷ এই সিনেমায় দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি৷ তবে দাবাং থ্রি বক্স অফিসে সেভাবে সাফল্য না পাওয়ায়, সলমন খান প্রোডাকশনের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে৷ তবে দেশ জুড়ে (CAA) নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার জেরেই দাবাং থ্রি সাফল্যের মুখ দেখতে পায়নি বলে মনে করা হচ্ছে৷