জেলে সঞ্জয়ের দৈনিক আয় হবে ২৫ টাকা
একটা সিনেমায় অভিনয় করে যিনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন, সেই মানুষটাই জেলে গিয়ে দৈনিক রোজগার করবেন মাত্র ২৫ টাকা। জেলের ভিতরে সঞ্জয়কে দেওয়া হচ্ছে কাগজের ব্যাগ তৈরির কাজ। সোমবার থেকেই এই কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে বলিউডের মুন্নাভাইকে। সেই কাজ শিখে যাওয়ার পর সঞ্জয় পাবেন ২৫ টাকা।
একটা সিনেমায় অভিনয় করে যিনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন, সেই মানুষটাই জেলে গিয়ে দৈনিক রোজগার করবেন মাত্র ২৫ টাকা। জেলের ভিতরে সঞ্জয়কে দেওয়া হচ্ছে কাগজের ব্যাগ তৈরির কাজ। সোমবার থেকেই এই কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে বলিউডের মুন্নাভাইকে। সেই কাজ শিখে যাওয়ার পর সঞ্জয় পাবেন ২৫ টাকা। মজার কথা সঞ্জয় শেষ যে বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, সেই বিজ্ঞাপনে তিনি নিয়েছিলেন ২৫ লক্ষ টাকা! ইয়েরওয়াড়া জেলে সঞ্জয় দত্তের পরিচয় কয়েদি নম্বর ১৬,৬৫৬।
গত ১৬ মে মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে আত্মসমর্পণ করেন সঞ্জয়। সেই থেকে মুন্না তাঁর ঠিকানা ছিল মুম্বইয়ের আর্থার রোড জেল। নিরাপত্তার কারণে তাঁকে রাখা হয় আন্ডা সেলে। যার কিছুটা মাটির ওপরে আর কিছু অংশ মাটির তলায়। আলো বাতাসের সমস্যা থাকায় আদালতে এই প্রকৃতির সেল নিয়ে আপত্তি জানিয়ে ছিলেন সঞ্জয় দত্তের আইনজীবী।
এই কদিন নির্দিষ্ট করে জেলে কোনও কাজও দেওয়া হয়নি মুন্না ভাইকে। এবার পাকাপাকি ভাবে তাঁকে পুণের ইয়েরওড়ারা জেলে স্থানান্তরিত করা হল। সেখানেই রাঁধুনি বা বাগানের কোনও কাজ দেওয়া হতে পারে সঞ্জয় দত্তকে। আপাতত ৩ বছরের জন্য খলনায়কের ঠিকানা পুণের ইয়েরওয়াড়া জেল।