শ্রীদেবী@৫০-জানা অজানা
৫০ তম জন্মদিনে বলিউডের ` মিস হাওয়া হাওয়াই` গার্ল বেশ খোশ মেজাজেই কাটাচ্ছেন। বলিউড তারকারা টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শ্রীদেবীকে। শ্রীদেবীর ৫০ তম জন্মদিনে আম জনতার যে কথা শোনা গেল তা হল, কিছুতেই কেউ বিশ্বাস করতে পারছেন না সেদিনের `নাগিনা`, মিস্টার ইন্ডিয়ার `হাওয়া হাওয়াই` আজ ৫০ এ পা দিলেন---
৫০ তম জন্মদিনে বলিউডের ` মিস হাওয়া হাওয়াই` গার্ল বেশ খোশ মেজাজেই কাটাচ্ছেন। বলিউড তারকারা টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শ্রীদেবীকে। শ্রীদেবীর ৫০ তম জন্মদিনে আম জনতার যে কথা শোনা গেল তা হল, কিছুতেই কেউ বিশ্বাস করতে পারছেন না সেদিনের `নাগিনা`, মিস্টার ইন্ডিয়ার `হাওয়া হাওয়াই` আজ ৫০ এ পা দিলেন---
এক নজরে জেনে নিন ৫০-এর শ্রীদেবীকে নিয়ে দশটি জানা অজানা কথা--
১) শাহরুখ খানের বাজিগর সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। চিত্রনাট্যও শোনানো হয়ে গিয়েছিল শ্রীদেবীকে। কিন্তু পরে ছবি নির্মাতারা ঠিক করেন ডাবল রোলের প্রয়োজন নেই। তখন শ্রীদেবীর দ্বৈত ভূমিকার দুই চরিত্রে অভিনয় করেন শিল্পা শেঠি ও কাজল। বাকিটা ইতিহাস...
২) শ্রীদেবীর দুই বিখ্যাত সিনেমা `নাগিনা` ও `চাঁদনি`-র অদ্ভুত ঘটানাটা জানেন। দুটো সিনেমাতেই শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল না। নাগিনায় অভিনয় করার কথা ছিল জয়াপ্রদার, চাঁদনিতে রেখার।
৩) লন্ডনে যশরাজ চোপড়ার লমহে ছবির শ্যুটিংয়ের যখন শ্রীদেবী ব্যস্ত, তখন তাঁর কাছে খবর আসে তাঁর বাবা মরা গিয়েছেন। বাবার শেষকৃত্য সম্পন্ন করে যখন ফের শ্যুটিংয়ে যোগ দিলেন তখন তাঁকে অভিনয় করতে হয় এক কমেডি দৃশ্যে অনুপম খেরের সঙ্গে। সেই দৃশ্যে দারুণ অভিনয় করায় সবাই হাততালি দেন শ্রীদেবীকে। এরপরই কেঁদে ফেলেন তিন।
৪) ঋত্বিক রোশন বলিউডে প্রথম যে সিনেমায় কথা বলেন সেই `ভগবান দাদা`য় ছিলেন শ্রীদেবী। ছবিতে ছিলেন রাকেশ রোশন, রজনীকান্ত।
৫) শ্রীদেবী যখন প্রথম বলিউডে আসেন তখন তিনি একদমই হিন্দি বলতে পারতেন না। হিন্দি বুঝতেও অসুবিধা হত তাঁর। শ্রীদেবীর গলা হিন্দিতে ডাব করতেন নাজ নামের এক অভিনেত্রী। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী অভিনীত ছবি `আখরি রাস্তা`-য় ডাব করেন রেখা। চাঁদনি সিনেমায় প্রথমবার শ্রীদেবীকে নিজের গলায় হিন্দি বলতে শোনা যায়।
৬) জয়প্রদার সঙ্গে বরাবরই খুব খারাপ সম্পর্ক ছিল শ্রীদেবীর। একদিন এক সিনেমার সেটে দুজনে মারামারি পর্যন্ত করেছিলেন বলে জোর চর্চা হয়েছিল। পরে অবশ্য দুজনে বলেছিলেন, আমাদের সম্পর্কটা খুব খারাপ তাই নিয়ে সন্দেহ নেই, তা বলে মারামারি করে সময় নষ্ট করব না।
৭) শ্রীদেবী প্রথমবার এক ইংরেজি ম্যাগাজিনে তাঁর নাম দেখে রেগে গিয়েছিলেন। সেই ম্যাগাজিনে শ্রীদেবীকে লেখা হয়েছিল Sridevi। আসলে তিনি নিজের নাম লেখেন
Sreedevi হিসাবে। পরে অবশ্য শ্রীদেবী নিজেই নিজের নাম Sridevi হিসাবে লিখতে শুরু করেন।
৮) `চালবাজ`-সিনেমার জন্য শ্রীদেবী ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। সেই সিনেমার একটি গানের দৃশ্যে ১০৩ ডিগ্রি জ্বর নিয়েও নেচেছিলেন তিনি।
৯) চাঁদনি ও সদমা সিনেমায় গান গেয়ে সবাইকে চমকে দেন শ্রীদেবী।