সুশান্তের মৃত্যুর তদন্ত করুক সিবিআই, অনলাইনে প্রচার বন্ধু মহেশ, মুকেশের

নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন তাঁরা 

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 14, 2020, 04:40 PM IST
সুশান্তের মৃত্যুর তদন্ত করুক সিবিআই, অনলাইনে প্রচার বন্ধু মহেশ, মুকেশের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ২ মাস। এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে সুশান্ত আত্মহত্যা করেছেন না তাঁকে খুন করা হয়েছে। যা নিয়ে উত্তাল প্রায় গোটা দেশ।  সুশান্তের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, তার জন্য এবার অনলাইনে প্রচার শুরু করেন এসএসআর-এর দুই ঘনিষ্ঠ বন্ধু মহেশ শেট্টি এবং মুকেশ ছাবড়া।  

আরও পড়ুন  : ফ্রান্স, অস্ট্রিয়া থেকে সুইতজারল্যান্ড, এক বছরে দেদার বিদেশ ভ্রমণ রিয়ার

নিজেদের সশ্যাল হ্যান্ডেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্য চেয়ে প্রচার শুরু করেন মহেশ শেট্টি এবং মুকেশ ছাবড়া।  প্রসঙ্গত, মৃত্যুর আগের রাতে অর্থাত ১৩ জুন রাতে বন্ধু মহেশ শেট্টিকে ফোন করেন সুশান্ত।  যদিও সেদিন কেনও কারণে সুশান্তের ফোন ধরতে পারেননি মহেশ শেট্টি।  সুশান্তের ফোন দেখে পরদিন মহেশ পালটা ফোন করলেও, তার উত্তর দেননি এসএসআর।  ফলে সুশান্তের মৃত্যুর পর সেই আফশোষ থেকে প্রকাশ্যেই প্রায় কেঁদে ফেলেন মহেশ শেট্টি। 

আরও পড়ুন  : সুশান্ত, জিয়াকে ফাঁসিয়ে, অর্থ হাতিয়ে সরে পড়েছে সঙ্গীরা, বিস্ফোরক দাবি রাবিয়ার

অন্যদিকে মুকেশ ছাবড়ার দিল বেচারায় অভিনয়ের পরই নিজের জীবন শেষ করে দেন সুশান্ত সিং রাজপুত।  দিল বেচারা মুক্তির আগেই চলে যান সুশান্ত।  বন্ধু মুকেশ ছাবড়া কাস্টিং ডিরেক্টর থেকে কখনও পরিচালক হলে, তাঁর ছবিতে অভিনয় করবেন বলে কথা দিয়েছিলেন সুশান্ত।  বন্ধুকে দেওয়া কথা রাখেন সুশান্ত। বলিউডে পরিচালক হিসেবে মুকেশের পা রাখার পরই চলে যান সুশান্ত।  দিল বেচারা মুক্তির আগে তাই সুশান্তকে মনে করে চোখে জল এসে যায় বন্ধু মুকেশ ছাবড়ার।  

এবার সুশান্তের সেই কাছের দুই বন্ধুই অভিনেতার মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক বলে অনলাইনে প্রচার শুরু করেছেন। 

.