Swastika-Paoli: এক দশক পর একসঙ্গে! ডার্ক কমেডিতে স্বস্তিকা-পাওলি...

Bibi Payra: অর্জুন দত্তের আগামী ছবি 'বিবি পায়রা'। সেই ছবিতে প্রায় এক দশক পরে ফের একসঙ্গে দেখা যাবে বাংলার দুই শক্তিশালী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পাওলি দামকে। 

Updated By: Feb 8, 2025, 02:50 PM IST
Swastika-Paoli: এক দশক পর একসঙ্গে! ডার্ক কমেডিতে স্বস্তিকা-পাওলি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুজন সামাজিক ভাবে পিছিয়ে পড়া বা স্বনির্ভর নন, এমন মহিলা কী করে নিজেদের বিরূপ পরিস্থিতির মধ্যে থেকে নিজেদের জীবনে ভালো থাকার রাস্তা খুঁজে নেয় সেই গল্প বলে অর্জুন দত্তের ছবি 'বিবি পায়রা'। নিজেদের ভালো থাকার এই অভিযানে অসংখ্য ঝুঁকির সম্মুখীন হন তাঁরা, নিজেরা তো ফাঁসেই, চারপাশে থাকা মানুষদেরও সমস্যায় ফেলে তাঁরা বারবার। কিন্তু এই ঝুঁকি পূর্ণ অভিযানে কি আদৌ সমস্ত বাধা পেরিয়ে ভালো থাকতে পারে এই দুজন? নাকি নিজেদের জালে নিজেরাই ফেঁসে যায়? সেই গল্পই কমেডির মোড়কে বলতে আসছে এই ছবি । এই ছবিতে প্রায় এক দশক পরে ফের একসঙ্গে দেখা যাবে বাংলার দুই শক্তিশালী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পাওলি দামকে। 

আরও পড়ুন- Samrat-Moyna Divorce: ভাঙছে ২২ বছরের সংসার! বিচ্ছেদের পথে সম্রাট-ময়না?

স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, 'গুলদাস্তা এবং শ্রীমতির পর অর্জুনের সঙ্গে এটি আমার তৃতীয় ছবি এবং আমাদের হ্যাটট্রিকের জন্য এর চেয়ে ভালো চরিত্র আমি চাইতে পারতাম না। এত প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করা অবশ্যই বোনাস। জীবনের সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের হাসিমুখে চলা শেখানো হয়েছে। কিন্তু আমরা কি সত্যিই তা করি? এই ছবিটি আমাদের সেই ধারণা দেয়। আমার কেরিয়ারের এই সন্ধিক্ষণে, আমি এমন চরিত্রগুলো চিত্রিত করার সৌভাগ্য পেয়েছি, যা আমি আগে কখনও করিনি। আমি খুশি যে অর্জুন আমার কাছে এটি নিয়ে এসেছেন। এই ছবি দর্শকদের দেখতে এবং ভাবতে বাধ্য করবে'।

পাওলি দাম বলেন, 'আমি যখন প্রথমবারের মতো স্ক্রিপ্টটি শুনলাম তখন আমি জানতাম যে আমি করবই। এই ধরণের চরিত্র প্রতিদিন লেখা হয় না। এবং আমি এই প্রোজেক্টে অর্জুনের সঙ্গে সহযোগিতা করতে পেরে অনেক খুশি। আমাদের প্রযোজক মিস্টার নন্দীকে এমন একটি মহিলা-কেন্দ্রিক বিষয়কে সমর্থন করার জন্য ধন্যবাদ'।

অনির্বাণ বলেন, 'এই প্রথমবার অর্জুনের সাথে কাজ করছি। ওর আগের কাজগুলোর থেকে এই ছবিটার অ্যাপ্রোচ খুব আলাদা। স্ক্রিপ্ট শুনেই আমার ভালো লেগেছে। এই ধরনের চরিত্র আমি আগে করিনি। স্বস্তিকা, পাওলি, অনিন্দ্য এদের সবার সাথেই আলাদা আলাদা করে কাজ করেছি , কিন্তু একসাথে এই প্রথম'।

আরও পড়ুন- Aamir Khan's new ladylove: বলিউডে হইচই! আর লুকোচুরি নয়, গৌরীর প্রেমে মশগুল আমির...

অভিনেতা সুব্রত দত্ত বলেন, 'কথা ছিল, কাজ করব কিন্তু হয়ে উঠছিল না, সেই রকম দুজন গুণী মানুষের সাথে প্রথম বার কাজ করব এই "বিবি পায়রা" ছবিতে, পরিচালক অর্জুন দত্ত এবং অভিনেত্রী পাওলি দাম। ধন্যবাদ প্রযোজক প্রদীপ কুমার নন্দীকে এই সুযোগ দেওয়ার জন্য'।

পরিচালক অর্জুন দত্ত ছবি সম্পর্কে বলেন, 'এই ছবিটি একাধিক দিক থেকে বিশেষ। এটি শহুরে গল্প বলা থেকে শহরতলির পরিবেশে ফেরা, এক দশকেরও বেশি সময় পরে স্বস্তিকা এবং পাওলির পুনর্মিলন, সিটকমে আমার প্রথম প্রচেষ্টা। অনির্বাণ, অনিন্দ্য এবং সুব্রতের এই দুই অভিজ্ঞ অভিনেতার সাথে কাজ, অত্যন্ত অসাধারণ অভিনয়ের কথা তো বাদই দিলাম। এই বিষয়বস্তুকে সমর্থন করার জন্য আমি আমার প্রযোজক মিঃ নন্দীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পটি অনুমোদন করতে পেরে আমি খুবই উত্তেজিত। আমি নিশ্চিত করতে পারি যে দর্শকরা আনন্দের সাথে উপভোগ করবেন'।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.