ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, কী বললেন স্বস্তিকা!

স্বস্তিকার সোশ্যাল স্টেটাসে শুরু হয়েছে বিতর্ক

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 1, 2020, 07:07 PM IST
ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, কী বললেন স্বস্তিকা!

নিজস্ব প্রতিবেদন : নাম স্বস্তিকা হোক বা শবনম কিংবা রাজিয়া৷ যে নামই হোক না কেন, তিনি যেমন এখনও এ দেশের মানুষ, নাম পালটে গেলেও এ দেশের নাগরিকই থাকবেন৷ তিনি যেমন প্রতিদিন খেটে নিজের খাবার জোগাড় করেছন, নাম পালটে গেলেও সেই একই কাজই করবেন৷ সম্প্রতি এভাবেই সোশ্যাল সাইটে নিজের মত প্রকাশ করেন (Swastika Mukherjee) স্বস্তিকা মুখোপাধ্যায়৷

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন : নতুন বছরে চুম্বন করতে চেয়ে ঐন্দ্রিলার হাতে মার খেলেন অঙ্কুশ, দেখুন ভিডিয়ো
সোশ্যাল হ্য়ান্ডেলে নিজের মত প্রকাশ করে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন (Tollywood) টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী৷ সোশ্য়াল সাইটে নিজের মতবাদ প্রকাশের সঙ্গে নিজের রাজনৈতিক মতাদর্শকেও স্পষ্ট করেন স্বস্তিকা৷ অভিনেত্রীর সোশ্যাল স্টেটাস প্রকাশ্যে আসার পরই তা ভাইরা হয়ে যায় হু হু করে৷

আরও পড়ুন : প্রাক্তন বান্ধবী সঙ্গীতার সঙ্গে বাগান বাড়িতে, নতুন বছরে ভাইরাল সলমনের ছবি
পাশাপাশি স্বস্তিকার ওই স্টেটাস প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক ও সমালোচনাও৷ নেটিজেনদের একাংশের তরফে জোরদার কটাক্ষ করা হয় তাঁকে৷ যদিও কটাক্ষ বা সমালোচনা, কোনও কিছুকেই গায়ে মাখেননি অভিনেত্রী৷ তবে তাঁর ওই স্টেটাস থেকে কেউ কেউ প্রশংসাও শুরু করে দেন (Actor) অভিনেত্রীর৷

.