Marriage on Valentine's day: ভ্যালেন্টাইন'স ডে-তে অত্যন্ত গোপনে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধছেন এই বলিউড অভিনেতা!

Marriage on Valentine's day | Bollywood Actor:৪ বছরের প্রেম! অবশেষে বিয়ের পিঁড়িতে বলিউড অভিনেতা। প্রথম বিবাহ বিচ্ছেদের পর নতুন করে সংসার জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।

Updated By: Feb 10, 2025, 06:24 PM IST
Marriage on Valentine's day: ভ্যালেন্টাইন'স ডে-তে অত্যন্ত গোপনে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধছেন এই বলিউড অভিনেতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালোবাসা দিবসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা প্রতীক বাব্বর। ২০২৩ -এর নভেম্বরে বাগদান সম্পন্ন করেন মডেল ভারতীয় মডেল-অভিনেত্রী প্রিয়া ব্যানার্জীর সঙ্গে। 

অভিনেতার বিবাহ কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতি সহ খুব ছোট গেট টুগেদার করেই বিবাহ সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে বিবাহ অনুষ্ঠানটি সম্ভবত প্রতীকের বান্দ্রার বাড়িতে হতে পারে।

হবু বর প্রতীকের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালে নির্মাতা সানিয়া সাগরকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২০ সালে মাত্র একবছর পরই তাদের বিয়ে ভেঙে যায়। এবার নতুন করে আবারও সংসার জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন-  Aamir Khan's new ladylove: বলিউডে হইচই! আর লুকোচুরি নয়, গৌরীর প্রেমে মশগুল আমির...

শোনা যায় যে এই দম্পতি ২০২০ সালে ডেটিং শুরু করেছিলেন। ২৮শে আগস্ট, ২০২৪-এ, তারা সোশ্যাল মিডিয়ায় একটি ফটো পোস্ট করে তাদের চতুর্থ বার্ষিকী পালন করেছে। লিখেছেন 'তোমাকে ভালোবাসার ৪ বছর... ৯ মাস তোমাকে আমার বাগদত্তা হিসেবে পাওয়া... তোমাকে চিরকালের জন্য আমার করে পাওয়ার অপেক্ষা আর করতে পারছি না'। 

 

২০২৪ সালের নভেম্বরে, তারা একে অপরের সঙ্গে তাদের বাগদানের এক বছরের বার্ষিকী সেলিব্রেট করেছিল।
আরও পড়ুন- Samrat-Moyna Divorce: ভাঙছে ২২ বছরের সংসার! বিচ্ছেদের পথে সম্রাট-ময়না?
প্রতীক ২০০৮ সালে চলচ্চিত্র 'জানে তু... ইয়া জানে না' দিয়ে সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন। তিনি 'দম মারো দম', 'এক দিওয়ানা থা', 'ইসহাক', 'বাঘি ২', 'ছিছোরে' সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এমনকি তিনি 'ফোর মোর শট প্লিজ!', 'রানা নাইডু', 'খোয়াবন কা ঝমেলা' সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজ এবং ছবিতে অভিনয় করেছেন।

তার অতীত সম্পর্কের কথা বলতে গিয়ে, প্রতীক তার এক দিওয়ানা থা সহ-অভিনেতা অ্যামি জ্যাকসনের সঙ্গে ডেট করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত আলাদা হয়ে যায়। জ্যাকসন এখন গসিপ গার্ল খ্যাত এড ওয়েস্টউইককে বিয়ে করেছেন। ২০১৯ সালে, প্রতীক সান্যা সাগরকে বিয়ে করেছিলেন, কিন্তু তাদের বিয়ে ২০২০ সালে ভেঙে গিয়েছিল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.