Celebrity at 21st July: মমতার ডাকে ২১ জুলাই-এর মঞ্চে টেলি পর্দার 'রামকৃষ্ণ', 'আর্য'রা
ছিলেন পর্দার 'রামকৃষ্ণ' অর্থাৎ সৌরভ সাহা, কৃষ্ণকলি তারকা বিভান ঘোষ, 'সাঁঝের বাতি'-আর্য অথাৎ রিজওয়ান রব্বানি শেখ, ভরত কল, অনামিকা সাহা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, ছিলেন পরিচালক অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়। ছিলেন গায়ক শান্তনু রায় চৌধুরী, সৌমিত্র রায়, নচিকেতা-সহ আরও অনেকে। সভার শুরুতে গান নচিকেতার গলায় শোনা গেল জনপ্রিয় 'তুমি আসবে বলে' গান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ২১ জুলাইয়ের মঞ্চে চাঁদের হাট। হাজির টলিপাড়ার এক ঝাঁক তারকা। ছিলেন টলিউডের সেলিব্রিটি সাংসদ বিধায়করা। দেখা গেল অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়ার মতো ব্যক্তিত্বদের। ছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।
শুধু তাই নয়, দেখা গেল ছোট পর্দায় এক ঝাঁক তারকাকে। ছিলেন পর্দার 'রামকৃষ্ণ' অর্থাৎ সৌরভ সাহা, কৃষ্ণকলি তারকা বিভান ঘোষ, 'সাঁঝের বাতি'-আর্য অথাৎ রিজওয়ান রব্বানি শেখ, ভরত কল, অনামিকা সাহা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, ছিলেন পরিচালক অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়। ছিলেন গায়ক শান্তনু রায় চৌধুরী, সৌমিত্র রায়, নচিকেতা-সহ আরও অনেকে। সভার শুরুতে গান নচিকেতার গলায় শোনা গেল জনপ্রিয় 'তুমি আসবে বলে' গান।
এদিন ২১ জুলাই-এর মঞ্চে ফের পাশাপাশি বসে কথা বলতে দেখা গেল মিমি-নুসরতকে। দুজনের সম্পর্কে চিড় ধরেছে বলে টলিপাড়ায় যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা উড়িয়ে দিয়ে ২১ জুলাই-এর মঞ্চে দিব্যি খোশ মেজাজে ছিলেন দুই সাংসদ অভিনেত্রী। আবার প্রতিকী গ্যাস সিলিন্ডার হাতে মঞ্চে উঠলেন সাংসদ অভিনেতা দেব। রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে সামিল হলেন তিনিও।