Tea Lovers: সাবধান! এই পাঁচটা খাবার ভুলেও চায়ের সঙ্গে খাবেন না

চা খাওয়ার আগে অবশ্যই পড়ুন

Updated By: Apr 18, 2022, 11:27 PM IST
Tea Lovers: সাবধান! এই পাঁচটা খাবার ভুলেও চায়ের সঙ্গে খাবেন না

নিজস্ব প্রতিবেদন: চা-প্রেমিদের জন্য দিনে এক বা দু'কাপ চা খাওয়াটা কোনও ব্যাপার না। চাইলে সেই সংখ্যাটা ইচ্ছে মতো বাড়তেও পারে। তবে জানেন কি? চায়ের সঙ্গে এই পাঁচটা খাবার, কখনই খাওয়া উচিত নয়।

কী কী সেই খাবার? 

বেসন- বাড়িতে কোনও অতিথি এলে, তাঁদের চায়ের সঙ্গে 'টা' দেওয়ার রীতি রয়েছে। তবে অতিথিকে কখনই চায়ের সঙ্গে বেসনের কোনও খাবার দেওয়া উচিত নয়। এতে হজমের অসুবিধা হতে পারে। অ্যাসিডিটি হতে পারে। 

সবুজ সবজি- চিকিৎসকরা বলছেন, চায়ের সঙ্গে সবুজ সবজি দিয়ে তৈরি কিছু খাওয়া একদম উচিত নয়। 

লেবু- লেমন টি বা লেবু চা খেতে অনেকেই ভালবাসেন। ভাবেন এতে হয়ত শরীরের ভাল হবে। কিন্তু সম্পূর্ণ ভুল। এতে অ্যাসিডিটি বাড়তে পারে।

হলুদ- হলুদ রয়েছে এমন খাবারও নাকি চায়ের সঙ্গে না খাওয়া উচিত। এর ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। 

বাদাম জাতীয় খাবার- চায়ের সঙ্গে বাদাম জাতীয় কিছু খেলে নাকি, শরীরে মারাত্মক প্রভাব পড়ে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.