Coronavirus: স্বস্তি বাড়িয়ে মৃত্যু কমল দেশে, ১৭ মাসে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস
করোনা সংক্রমণ কখনও চিন্তা বৃদ্ধি করেছে আবার কখনও স্বস্তির আবহ তৈরি করেছে।
নিজস্ব প্রতিবেদন: গত কয়েকমাস ধরেই দেশে করোনা সংক্রমণ কখনও চিন্তা বৃদ্ধি করেছে আবার কখনও স্বস্তির আবহ তৈরি করেছে। টিকাকরণের মাধ্যমে সংক্রমণের প্রাবল্য কিছুটা কম হলেও একেবারে কমেনি। তবে সাম্প্রতিক সময়ে চিন্তা বৃদ্ধি করেছিল করোনায় মৃত্যুর সংখ্যা। যার জেরে অনেকটাই উদ্বেগ বৃদ্ধি হয়েছিক দেশে। তবে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে কিছু হাঁফ ছেড়েছে দেশের। রবিবারের প্রকাশিত বুলেটিনে মৃত্যু সংখ্যা কমেছে অনেকটাই।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিনের থেকে অনেকটা কম। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৩৭ হাজার ৩০৭। করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। শনিবারের রিপোর্টে দেশে মৃত্যু পরিসংখ্যান ছিল ৫৫৫। দেশে এখনও পর্যন্ত করোনা কোপে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৩ হাজার ৫৩০ জন।
আরও পড়ুন, থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এড়িয়ে চলুন এই ৬ জিনিস
অন্যদিকে, করোনা অ্যাক্টিভ কেসেও আশার আলো। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮ জন। গত ১৭ মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
অন্যদিকে, এখনও রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। অতিমারি সৃষ্টিকারী ভাইরাসের দাপটে রাজ্যে দৈনিক সংক্রমণ ৮০০-র ওপরেই। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৭২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১৭ জন সংক্রমিত হয়েছেন কলকাতাতেই। পাশাপাশি এখনও চিন্তায় রাখছে কেরলের কোভিড গ্রাফ। শুধু দক্ষিণের এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।