Coronavirus: নিম্নমুখী করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যুও কমল দেশে
স্বস্তি বাড়িয়ে করোনামুক্তের সংখ্যা সংক্রমণের থেকে প্রায় লক্ষ বেশি দেশে।
নিজস্ব প্রতিবেদন: দৈনিক মৃত্যুর সংখ্যা নিয়ে দেশে এখনও চিন্তা অব্যাহত। সংক্রমণ নিম্নমুখী হলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে হাজারেরও বেশি। এর ফলে দেশে এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারানোর মোট সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পাঁচ লক্ষের গণ্ডি। তবে স্বস্তি বাড়িয়ে করোনামুক্তের সংখ্যা সংক্রমণের থেকে প্রায় লক্ষ বেশি দেশে।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। দেশের পজিটিভিটি রেট ১০ শতাংশের নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১০৭২ জন। দেশের মোট মৃতের সংখ্যা এদিন পেরিয়ে গেল ৫ লক্ষ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৮ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৮ কোটি ৫৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৬৬৬ জনের।
এদিকে, অনেকটাই কমেছে রাজ্যের করোনা সংক্রমণ। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১ হাজার ৯১৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২১ হাজার ১৪৬। গত ২৪ ঘণ্টায় কোভিড প্রাণ কেড়েছে ৩৬ জনের। এখনও পর্যন্ত ভাইরাসে ২০ হাজার ৭২৩ জনের মৃত্যু হয়েছে বাংলায়।