রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে দার্জিলিং, বাড়ল মৃতের সংখ্যা
শুক্রবার কোভিডে মৃত্যু (COVID Death in West Bengal) হয়েছে ১৬ জনের।
নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ বাড়ল সামান্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। সর্বাধিক দৈনিক কোভিড সংক্রমিতের সংখ্যায় শীর্ষে দার্জিলিং। ওই জেলায় আক্রান্ত ৯২ জন। গতকাল বাড়ার পর এ দিন ফের মৃত্যুশূন্য দিন কলকাতায়। রাজ্যে মৃতের সংখ্যা ১৬। যা গতকালের চেয়ে বেশি।
স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার সংক্রমিতের সংখ্যা ৮৪২। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭৯৩ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৮ হাজার ৮৪৩ জনের। সংক্রমণ হার ১.৭২%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৭। ৮৭ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪,৫৩ ও ৫০। কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গিয়েছে দার্জিলিং। সে জেলায় সংক্রমিতের সংখ্যা ৯২। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১২ হাজার ৮৯ জন।
বুধবার ৬ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার কোভিডে মৃত্যু (COVID Death in West Bengal) ১৩ জনের। শুক্রবার সংখ্যাটা পৌঁছে গেল ১৬-য়। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় কোভিড-মৃত্যু শূন্য। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ২ এবং ৪। নদিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৯৪২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০২%।
বৃহস্পতিবার টিকা পেয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৪৯৬ জন। ১ লক্ষ ১৭ হাজার ১৩৯ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৩৫৭ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ ২ হাজার ৭২৯ জনের।
আরও পড়ুন- 'আনুগত্য কিনলেন মমতা', 'অপমানজনক' পোস্টে থানায় অভিযোগ জয় গোস্বামীর কন্যার