রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে দার্জিলিং, বাড়ল মৃতের সংখ্যা

 শুক্রবার কোভিডে মৃত্যু (COVID Death in West Bengal) হয়েছে ১৬ জনের।

Updated By: Jul 24, 2021, 12:08 AM IST
রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে দার্জিলিং, বাড়ল মৃতের সংখ্যা

 

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ বাড়ল সামান্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। সর্বাধিক দৈনিক কোভিড সংক্রমিতের সংখ্যায় শীর্ষে দার্জিলিং। ওই জেলায় আক্রান্ত ৯২ জন। গতকাল বাড়ার পর এ দিন ফের মৃত্যুশূন্য দিন কলকাতায়। রাজ্যে মৃতের সংখ্যা ১৬। যা গতকালের চেয়ে বেশি। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার সংক্রমিতের সংখ্যা ৮৪২। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭৯৩ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৮ হাজার ৮৪৩ জনের। সংক্রমণ হার ১.৭২%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৭। ৮৭ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪,৫৩ ও ৫০। কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গিয়েছে  দার্জিলিং। সে জেলায় সংক্রমিতের সংখ্যা ৯২। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১২ হাজার ৮৯ জন।

বুধবার ৬ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার কোভিডে মৃত্যু (COVID Death in West Bengal) ১৩ জনের। শুক্রবার সংখ্যাটা পৌঁছে গেল ১৬-য়। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় কোভিড-মৃত্যু শূন্য। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ২ এবং ৪। নদিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৯৪২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০২%।

বৃহস্পতিবার টিকা পেয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৪৯৬ জন। ১ লক্ষ ১৭ হাজার ১৩৯ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৩৫৭ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ ২ হাজার ৭২৯ জনের।

আরও পড়ুন- 'আনুগত্য কিনলেন মমতা', 'অপমানজনক' পোস্টে থানায় অভিযোগ জয় গোস্বামীর কন্যার

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.