লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫০-র কাছাকাছি করোনার বলি

, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ১৯,৫১১।

Updated By: May 15, 2021, 08:27 PM IST
লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫০-র কাছাকাছি করোনার বলি

নিজস্ব প্রতিবেদন: কোভিড আক্রান্তের সংখ্যা খানিকটা কমল রাজ্যে। তবে মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। দেড়শোর কাছাকাছি চলে গেল মৃত্যুর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। 

রাজ্যে টানা বাড়ছিল আক্রান্তের সংখ্যা। খানিকটা ব্রেক লাগল তাতে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ১৯,৫১১। গতকাল সংক্রমিত হয়েছিলেন ২০ হাজার ৮৪৬ জন। কলকাতায় ৪ হাজার ছুঁই ছুঁই আক্রান্ত। সংক্রমিতের সংখ্যা ৩৯৫১। ৪ হাজার ২৭৯ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। ৬৬ হাজার ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে সংক্রমণের হার ৯.৮০ শতাংশ। ফলে খাতায় কলমে আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণ হার ঊর্ধ্বমুখী।        

     
একটা সময় রাজ্যে শূন্যে ঠেকেছিল কোভিড-মৃত্যু। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার দৈনিক ১৫০-র কাছাকাছি চলে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৪ জনের। গতকাল সংখ্যাটা ছিল ১৩৬। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩০ ও ৩৫। হাওড়ায় মৃত্যু হয়েছে ১১ জনের। ১৩ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতেও মারা গিয়েছেন ১৩ জন।   

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২১১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৯৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন। 

আরও পড়ুন- কেন্দ্রের দেওয়া ভেন্টিলেটর কোথায়? রাজ্যগুলির কাছ থেকে হিসাব চাইলেন খোদ PM Modi

.