Covid Update: ২৪ ঘণ্টায় দেশে বাড়ল মৃতের সংখ্যা, ৫% কমল আক্রান্তের সংখ্যা

ভ্যাকসিন পেয়েছেন ৩৬ কোটি ৮৯ লক্ষ ৯১ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৩ জন। 

Updated By: Jul 9, 2021, 10:26 AM IST
Covid Update: ২৪ ঘণ্টায় দেশে বাড়ল মৃতের সংখ্যা, ৫% কমল আক্রান্তের সংখ্যা

 নিজস্ব প্রতিবেদন: এবার চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু সংখ্যা। আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি থাকলেও মৃত্যু সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু সংখ্যা।  শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ কমল ৫ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৯১১ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯।

 শুক্রবারের বুলেটিন মোতাবেক দেশে দৈনিক সংক্রমণ ২.৪২ শতাংশ। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। প্রায় ৯৭.১৯ শতাংশ হারে সুস্থ হচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯। দেশের মধ্যে সংক্রমণের শীর্ষে এখনও মহারাষ্ট্র। এরপরই কেরল, কর্নাটক এবং তামিলনাড়ু। 

ভ্যাকসিন পেয়েছেন ৩৬ কোটি ৮৯ লক্ষ ৯১ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৩ জন। আজ গোটা দেশে অক্সিজেনের পরিস্থিতি খতিয়ে দেখেতে উচ্চস্তরে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। 

.