ভারতীয় বংশোদ্ভূত সার্জেনের সৌজন্যে নতুন কান পেল মার্কিনি কিশোর
কামাল করলেন এই ইন্দো-আমেরিকান সার্জেন। মার্কিনি আট বছরের এক কিশোরকে এক জোড়া নয়া কান উপহার দিলেন তিনি।
ওয়েব ডেস্ক: কামাল করলেন এই ইন্দো-আমেরিকান সার্জেন। মার্কিনি আট বছরের এক কিশোরকে এক জোড়া নয়া কান উপহার দিলেন তিনি।
এলিজা বেল, ওহিওর সেকেন্ড গ্রেডের ছাত্র জন্মেছিল 'বাইল্যাটারাল আর্টেসিয়া মাইকরোটিয়া' নিয়ে। বিরল এই জন্মত্রুটিতে কানের বাইরের অংশ অপরিণিত থাকে।
আর এখানেই ম্যাজিক দেখালেন একরোন চিলড্রেন হাসপাতালের প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির ডিরেক্টর অনন্ত মূর্তি। এলিজার পাঁজরের তরুণাস্থি থেকে তার জন্য বানিয়ে ফেললেন এক জোড়া কান।
এই সার্জারি এতটাই জটিল ছিল যে এই ঘটনার সাফল্যে একদিকে যেমন খুশি অন্যদিকে বেশ অবাকও হয়েছে মার্কিন দেশের চিকিৎসক মহল। এই ঘটনা এক কথায় 'মিরাকেল'। বলছেন সব্বাই।
এলিজার কান ফেরাতে তার চার বছর বয়স থেকেই চলছে চিকিৎসা। এই নিয়ে মোট পাঁচটি সার্জারি হয়েছে। এই কিশোরের মাথা ও কানের মধ্যে ফাঁক তৈরি করতে তারই থাইয়ের চামড়া ব্যবহার করেছেন মূর্তি।
চলতি জুলাই মাসে শেষ পর্যন্ত নতুন কান পেয়েছে ওই আট বছরের কিশোর।