RT-Pcr টেস্ট করার প্রয়োজনীয়তা আছে? কী বলছে ICMR

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টেস্ট করানোর দরকার নেই। 

Updated By: May 6, 2021, 07:08 PM IST
RT-Pcr টেস্ট করার প্রয়োজনীয়তা আছে? কী বলছে ICMR

নিজস্ব প্রতিবেদন: এই পরিস্থিতিতে গবেষণাগারগুলির চাপ সামলাতে আরটি-পিসিআর পরীক্ষা করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা নিয়ে এল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

কোভিড-১৯ উপসর্গগুলি  হল কাশির সঙ্গে / ছাড়া ছাড়া জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, গন্ধ ও স্বাদ না পাওয়া, ক্লান্তি ও ডায়রিয়া। এই উপসর্গগুলি থাকলে অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষা করান। এছাড়া, যদি আপনি সম্প্রতি কোনও কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসেন, তাহলে পরীক্ষা করতে হবে।  

যদি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়ে। একবার আরটি-পিসিআর পরীক্ষায় পজিটিভ চলে আসে, দ্বিতীয় পরীক্ষার প্রয়োজন নেই। ১০ দিন হোম আইসোলেশনে থাকার সময় যদি শেষ তিনদিন জ্বর না আসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টেস্ট করানোর দরকার নেই। 

Tags:
.