Covid-19: ওমিক্রনের এই দুই সাবভ্যারিয়েন্টের নিশ্চিত খোঁজ মিলল ভারতে, বাড়ছে উদ্বেগ!

জানা গিয়েছে, প্রথম সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তামিলনাডুতে। সেখানে এক তরুণী আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় প্রথম সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তেলেঙ্গনায়। সেখানে আশি বছরের এক বৃদ্ধ আক্রান্ত। 

Updated By: May 22, 2022, 11:49 PM IST
Covid-19: ওমিক্রনের এই দুই সাবভ্যারিয়েন্টের নিশ্চিত খোঁজ মিলল ভারতে, বাড়ছে উদ্বেগ!
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: অতি সংক্রামক ওমিক্রনের (Omicron) দুই সাবভ্যারিয়েন্টের নিশ্চিত খোঁজ মিলল ভারতে। BA.4 ও BA.5 সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলল এ দেশে। হদিশ দিল SARS-CoV-2 Genomics Consortium (INSACOG)।

জানা গিয়েছে, প্রথম সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তামিলনাডুতে। সেখানে এক তরুণী আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় প্রথম সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তেলেঙ্গনায়। সেখানে আশি বছরের এক বৃদ্ধ আক্রান্ত। দুই আক্রান্তেরই কোনও ট্র্যাভেল ডিটেলস নেই। অর্থাৎ তাঁরা দূরে কোথাও যাননি এবং তাঁদের করোনা টিকার দুটো ডোজই নেওয়া রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদে আসা এক পর্যটকের শরীরে BA.4 সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল।

গত সপ্তাহেই এই দুই সাবভ্য়ারিয়েন্টকে উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে The European Centre for Disease Prevention and Control (ECDC)। তাঁদের মতে, ওমিক্রনের BA.2 sub-lineage ভ্যারিয়েন্টের তুলনায় ১২ থেকে ১৩ গুণ বেশি সংক্রামক এই সাবভ্য়ারিয়েন্ট।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.