ছোটবেলার মানসিক চাপ বয়সকালে ডেকে আনতে পারে হার্টের সমস্যা
জীবনের সমস্যারগুলোর বীজ আসলে লুকিয়ে থাকে শৈশবে। কথাটা সত্যি হার্টের সমস্যার ক্ষেত্রেও। ছোটবেলার মানসিক চাপ হার্টের সমস্যা ডেকে আনে বয়সকালে। ১৯৫৮ সালে এক সপ্তাহের মধ্যে জন্মানো ৭,০০০ জনের ওপর ৪৫ বছর ধরে সমীক্ষায় উঠে এসেছে এই ফল।
ওয়েব ডেস্ক: জীবনের সমস্যারগুলোর বীজ আসলে লুকিয়ে থাকে শৈশবে। কথাটা সত্যি হার্টের সমস্যার ক্ষেত্রেও। ছোটবেলার মানসিক চাপ হার্টের সমস্যা ডেকে আনে বয়সকালে। ১৯৫৮ সালে এক সপ্তাহের মধ্যে জন্মানো ৭,০০০ জনের ওপর ৪৫ বছর ধরে সমীক্ষায় উঠে এসেছে এই ফল।
যেইসব শিশুরা বিভিন্ন পারিবারিকা বা পারিপর্শ্বিক কারণে মানসিক চাপের স্বীকার হয় তাদের মধ্যে বড় হয়ে হার্টের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। সমীক্ষা চালানোর সময় ৭, ১১, ১৬, ২৩, ৩৩ ও ৪২ বছর বয়সে পরীক্ষা করা হয়েছিল নমুনাদের। শুধু হার্টের সমস্যা নয়, মানসিক চাপ ডেকে আনতে পারে ডায়বেটিসের মতো অন্যান্য সমস্যাও।
আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির জার্নালে প্রকাশিত হয়েছিল এই সমীক্ষার ফল।