ভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যের

দেশজুড়ে এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৮৪৮ রোগীর শরীরে মিলেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। 

Updated By: May 23, 2021, 12:07 AM IST
ভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশে ক্রমবর্ধমান ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। দৃষ্টিশক্তি ক্ষয়, বুকে ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে আক্রান্তদের। দেশজুড়ে এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৮৪৮ রোগী মিলেছে। তার ৬০ শতাংশই মাত্র ৩ রাজ্য থেকে। তেমনটাই বলছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান।      

কেন্দ্রে জানিয়েছে, ২১ মে পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪৮ জন। তার মধ্যে গুজরাটে ২২৮১, মহারাষ্ট্রে ২০০০ ও অন্ধ্রপ্রদেশের ৯১০ জন মিউকরমাইকোসিস রোগী। গোটা দেশের মধ্যে এই তিনটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ৫৮.৬৬ শতাংশ। কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী ডিভি সদানন্দ গৌঢ়া টুইট করেছেন, ''মিউকরমাইকোসিস সংক্রমণ পর্যালোচনার পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে অতিরিক্ত ২৩,৬৮০টি অ্যামফোটেরিসিন-বি ভায়াল। রোগীর সংখ্যার নিরিখে তা বণ্টন করা হয়েছে।''    

     

 

বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক ফাঙ্গাস করোনার মতো সংক্রামক নয়। প্রতি বছরই ভারতে অনেকে সংক্রমিত হন। চলতি বছর করোনা আক্রান্তদের শরীরেই সাধারণত বেশি পাওয়া যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।

আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমণের চেয়ে বাড়ল সুস্থতা
 

.