আইপিএলে লাস্ট বয় সেওয়াগরা

শুরুর আগে যে দলটা ধারেভারে অন্যতম শক্তিশালী তারাই আইপিএল সিক্সে সবার শেষে থাকল। রবিবার পুণে ওয়ারিয়র্সের কাছে ৩৮ রানে হেরে আইপিএল সিক্সে সবার শেষে থাকল দিল্লি ডেয়ারডেভিলস। যে দলে ডেভিড ওয়ার্নার, দিলশান, বীরেন্দ্র সেওয়াগের মত ওপেনার আছে, তিনে নামেন জয়বর্ধনে, ইউসুফ পাঠানের মত অলরাউন্ডার আর মর্নি মর্কেল-উমেশ যাদবের মত বোলার দলে।

Updated By: May 19, 2013, 08:13 PM IST

পুণে ওয়ারিয়র্স-- ১৭২/৫ (
দিল্লি ডেয়ারডেভিলস-- ১৩৪/৯
ম্যাচের ফল-পুণে ৩৮ রানে জয়ী। ম্যাচের সেরা-লুক রাইট (২৩ বলে ৪৪ রান)
শুরুর আগে যে দলটা ধারেভারে অন্যতম শক্তিশালী তারাই আইপিএল সিক্সে সবার শেষে থাকল। রবিবার পুণে ওয়ারিয়র্সের কাছে ৩৮ রানে হেরে আইপিএল সিক্সে সবার শেষে থাকল দিল্লি ডেয়ারডেভিলস। যে দলে ডেভিড ওয়ার্নার, দিলশান, বীরেন্দ্র সেওয়াগের মত ওপেনার আছে, তিনে নামেন জয়বর্ধনে, ইউসুফ পাঠানের মত অলরাউন্ডার আর মর্নি মর্কেল-উমেশ যাদবের মত বোলার দলে।
তারা কী করে সবার শেষে থাকেন সেটা রহস্যের। অথচ গতবার এই দল নিয়েই রাউন্ড রবিন লিগে সবার আগে ছিল দিল্লি ডেয়ারডিভলস। আসলে প্রতিযোগিতা শুরুর আগে কেভিন পিটারসেনের চোট পাওয়াটা বড় ধাক্কা হয়ে দাঁড়াল দিল্লির। সঙ্গে সেওয়াগরা পুরো ফিট না থাকা, অনেক ক্লোজ ম্যাচ হাতছাড়া হওয়াটা কাল হয়ে দাঁড়াল।
অন্যদিকে গতবার সবার শেষে থাকা পুণে এবারও লাস্ট বয় হওয়া থেকে বাঁচল। দিন্দা আজ দু উইকেট নিলেন।

.