TMC MP-র কোভিড রোগীকেই মেডিক্যালে ছেঁড়া কাগজ দিয়ে বাইরে পরীক্ষার নিদান

পরীক্ষা হওয়ার কথা মেডিক্যাল কলেজেই। কিন্তু বাইরে টাকা দিয়ে পরীক্ষার জন্য পাঠানোর অভিযোগ মেডিক্যালে।  

Updated By: Sep 4, 2020, 06:01 PM IST
TMC MP-র কোভিড রোগীকেই মেডিক্যালে ছেঁড়া কাগজ দিয়ে বাইরে পরীক্ষার নিদান

নিজস্ব প্রতিবেদন: মেডিক্যালে ভর্তি রোগী। অথচ বিভিন্ন পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বাইরে। সৌজন্যে দালাল চক্র। রোগীর পরিজনরা আকছার অভিযোগ করেন, তবে এমন অভিজ্ঞতা এবার হল তৃণমূল সাংসদ শান্তনু সেনের। তাঁর পাঠানো রোগীর পরিবারই পড়লেন দালালদের খপ্পরে। ডেঙ্গি পরীক্ষার জন্য বাইরের ল্যাবে পাঠানো হচ্ছিল ওই রোগীকে। শান্তনু সেনের হস্তক্ষেপে হাসপাতালেই পরীক্ষা হয়েছে তাঁর।     

 

ঠিক কী হয়েছে? 

গ্রিন বিল্ডিংয়ের করোনা আক্রান্তের পরিবারকে ডেকে এনে হাতে একটা কাগজ ধরিয়ে দেয় জনৈক ব্যক্তি। লেটারহেডের উপরের অংশটি ছেঁড়া। সেই কাগজে চিকিৎসকের সই ও স্ট্যাম্প দিয়ে লেখা হয়েছে ডেঙ্গি পরীক্ষার কথা। ওই কাগজে নমুনা পরীক্ষাকেন্দ্রের নামও ছিল। অথচ পরীক্ষা হওয়ার কথা মেডিক্যাল কলেজেই। ওই পরিবারের হাতে কাগজ থামিয়ে নিদান দেওয়া হয়,''এই কাগজে ল্যাবরেটরির নাম আছে। দ্রুত সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে আসুন। তাড়াতাড়ি দরকার রোগীর।''

বেলগাছিয়ার বাসিন্দা আসিস বসু বলেন, "১৬ আগস্ট আমার স্ত্রী রুবিকে মেডিক্যালে ভর্তি করাই। সংসদ শান্তনু সেন সবরকম সাহায্য করেন।'' ৪৯ বছর বয়সের রুবিদেবী গ্রীন বিল্ডিংয়ের ৪৪৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন। আসিস বসুর কথায়, ''ডেঙ্গি পরীক্ষা করার জন্য আমার হাত একটি কাগজ দেওয়া হয়। সেটির উপরের অংশ ছেঁড়া ছিল। নীচে দুটো ডায়াগনস্টিক সেন্টারের নাম ছিল। সেখান থেকে ডেঙ্গির পরীক্ষা করে আনতে বলা হয়। আমার হাতে দেওয়া হয় নমুনা। পরে এখানেই জানতে পারি, সমস্ত পরীক্ষা মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে করা হচ্ছে। সুপারের অফিসে দেখা করার চেষ্টা করি। কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি।''

এরপর বিষয়টি শান্তনু সেনকে জানান আসিসবাবু। শান্তনু সেনের হস্তক্ষেপেই বিনামূল্যে নমুনা পরীক্ষা হয় রুবি বসুর। মেডিক্যাল কলেজে এমন অভিজ্ঞতা হওয়ার পর তদন্তদের দাবি করেছেন আসিস বসু। হাসপাতালে বিনামূল্যে পরীক্ষার সুযোগ থাকলেও দালাল চক্রের রমরমায় রোগীদের বাইরে পাঠানো হয়। ওই চক্রের সঙ্গে যোগ রয়েছে হাসপাতালের কর্মীদের একাংশের। এই অভিযোগ নতুন নয়। কিন্তু করোনা সঙ্কটকালেও মানবিকতার ছিটেফোঁটাও দেখা গেল না! এনিয়ে হাসপাতালের তরফে কোনও বক্তব্য মেলেনি। এক আধিকারিকের দাবি, অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন- করোনায় মৃতের পরিবারকে ৪ লাখ টাকা বিল! রুবি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

.