Behala: পর্নশ্রীতে পুকুরে ভেসে উঠল মৃতদেহ, চাঞ্চল্য ছড়াল এলাকায়
পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন
![Behala: পর্নশ্রীতে পুকুরে ভেসে উঠল মৃতদেহ, চাঞ্চল্য ছড়াল এলাকায় Behala: পর্নশ্রীতে পুকুরে ভেসে উঠল মৃতদেহ, চাঞ্চল্য ছড়াল এলাকায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/06/371095-behala-body.jpg)
নিজস্ব প্রতিবেদন: পর্ণশ্রী থানা এলাকার বটতলা বাজারের কাছে একটি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম অতনু মিত্র।
মৃত ব্যক্তির বয়স ৪৫ বছর। গতকাল রাত সাড়ে আটটার পর থেকে আর বাড়ি ফেরেনি তিনি। খোঁজাখুঁজি করার পর পর্ণশ্রী থানায় মিসিং ডায়েরি করা হয় বাড়ির লোকের পক্ষ থেকে।
বুধবার সকালে পাড়ার পুকুরে দেহ ভেসে উঠতে দেখে পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পর্ণশ্রী থানার পুলিস আসে এলাকায়। একই সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেরা আসে।
আরও পড়ুন: Suicide: আর্থিক সংকটে আত্মহত্যা? পার্কস্ট্রিটে বহুতল থেকে মরণঝাঁপ ব্যক্তির
ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা পুকুর থেকে দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। খুব বেশি কাজকর্ম হাতে ছিল না।
আরও পড়ুন: Anubrata Mandal: গরুপাচারকাণ্ডে CBI দফতরে হাজিরা? কলকাতায় অনুব্রত
পরিবার সূত্রে মনে করা হচ্ছে এই কারণেই মানসিক অবসাদের কারনেই তিনি আত্মহত্যা করেছেন।