এনআরএসে তরুণীর মৃত্যুকে ঘিরে অশান্তি
ক্যান্সার আক্রান্ত এক তরুণীর মৃত্যুকে ঘিরে অশান্তি ছড়াল নীলরতন সরকার হাসপাতালে। মৃতের পরিবারের লোকজন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভাঙচুর চালান।
ক্যান্সার আক্রান্ত এক তরুণীর মৃত্যুকে ঘিরে অশান্তি ছড়াল নীলরতন সরকার হাসপাতালে।
মৃতের পরিবারের লোকজন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভাঙচুর চালান।
গত সোমবার ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতের আত্মীয়দের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে সুপারকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
গত সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় ক্যান্সার আক্রান্ত সাবিত্রী দাসকে ভর্তি করা হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে।
হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন কালীঘাটের মহামায়া লেনের বাসিন্দা সাবিত্রী দেবী।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর। সকাল দশটা নাগাদ হাসপাতাল থেকে ফোন করে পরিবারের লোকজনকে জানানো হয় মৃত্যু সংবাদ।
কেন কর্তৃপক্ষ দেরিতে মৃত্যুর খবর জানালেন, এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিজনেরা।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ঢুকে তাঁরা ভাঙচুর চালান বলে অভিযোগ। নিজেদের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দাবি করে, মৃতের পরিজনদের তরফে হাসপাতাল সুপারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
ওয়ার্ডের মধ্যে ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চিকিত্সাধীন রোগী এবং কর্তব্যরত চিকিত্সক-নার্সরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিস। ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করে পুলিস।
হামলার ঘটনার পর নিরাপত্তার দাবিতে সুপারের দ্বারস্থ হন হাসপাতালের নার্সরা।
ভবিষ্যতে এধরনের ঘটনা কড়া হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।