রাজ্যের বরাদ্দ টাকার তালিকা প্রকাশ করল এআইসিসি
রাজ্যের জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দ নিয়ে কংগ্রেস-তৃণমূল টানাপোড়েন তুঙ্গে। কেন্দ্রের কাছ থেকে সেভাবে সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করলেও, চিঠি দিয়ে মোট বরাদ্দ অর্থের হিসাব আগেই জানিয়ে দিয়েছেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি।
রাজ্যের জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দ নিয়ে কংগ্রেস-তৃণমূল টানাপোড়েন তুঙ্গে। কেন্দ্রের কাছ থেকে সেভাবে সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করলেও, চিঠি দিয়ে মোট বরাদ্দ অর্থের হিসাব আগেই জানিয়ে দিয়েছেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি। এবারে কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে, প্রদেশ কংগ্রেসের হাতে তার বিস্তারিত তালিকা তুলে দিল এআইসিসি। সেই তালিকা নিয়েই এবার প্রদেশ কংগ্রেসকে প্রচারে নামার নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।
রিপোর্ট অনুযায়ী,
রাজ্য যোজনা খাতে ৩১৬০ কোটি।
ত্রয়োদশ অর্থ কমিশনে অনুদান ১৫৫৬ কোটি।
কেন্দ্রীয় করের ভাগ ১২৩২১ কোটি।
কেন্দ্রীয় যোজনা খাতে বরাদ্দ ২৪২৫ কোটি।
বাজেট বহির্ভূত অন্যান্য কেন্দ্রীয় খাতে ৪২৩১ কোটি।
অনুমোদিত মোট ঋণের সীমা ১৮৮৩৩ কোটি।
কেন্দ্রীয় গ্রামীণ নিকাশি প্রকল্প ১৪১ কোটি।
এমএনআরইজিএ খাতে ১৪৮৭ কোটি।
কেন্দ্রীয় গ্রামীণ পানীয় জল প্রকল্প ১৬৬ কোটি।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ৫৭৯ কোটি।
ইন্দিরা আবাস যোজনা ১১৮ কোটি।
স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা ৫৯ কোটি।
সর্বশিক্ষা অভিযান ১৬৭৯ কোটি।
স্কুলশিক্ষা ও সাক্ষরতা সংক্রান্ত অন্যান্য খাতে ২৫৫২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।