অসুস্থ স্ত্রী, সঙ্গে আর্থিক সঙ্কট; বাঁশদ্রোণীতে মরণঝাঁপ বৃদ্ধের

রবি বসুর স্ত্রী এতটাই অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত, যে তার মৃত্যুর খবর সকালে পুলিস জানায়নি স্ত্রীকে

Updated By: Apr 9, 2022, 12:09 PM IST
অসুস্থ স্ত্রী, সঙ্গে আর্থিক সঙ্কট; বাঁশদ্রোণীতে মরণঝাঁপ বৃদ্ধের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: গরিয়ার ব্রহ্মপুরে আত্মহত্যা। বাড়ির চাঁদ থেকে মরণঝাঁপ বৃদ্ধের। দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রী, সঙ্গে আর্থিক সঙ্কট। এর জেরেই মানসিক অবসাদের স্বিকার হয়ে আত্মহত্যা বৃদ্ধের অনুমান পুলিসের।

বারো বছর ধরে পারকিনশনে আক্রান্ত স্ত্রী রত্না বসু। এই নিয়ে মানসিক অবসাদ থাকলেও পাড়া প্রতিবেশীর কাছে তা সম্পূর্ণ গোপন রাখতেন। মেয়ে রিখিয়া কাতারের রাজধানী দোহায় বেসরকারি কোম্পানিতে কর্মরতা। তাই একাকিত্বও তাঁকে গ্রাস করেছিল বলে মনে করা হচ্ছে। 

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিক্স ডিপোজিটের ম্যাচিওরিটির টাকা পাওয়ার কথা ছিল তার। কিন্তু ডকুমেন্টশনের কিছু সমস্যা থাকায় পেতে দেরি হচ্ছিল সেই টাকাও। এর মধ্যে আত্মহত্যার সঠিক কারণ কোনটা তা খুঁজে বের করার চেষ্টা করছেন বাঁশদ্রোণী থানার তদন্তকারী অফিসাররা। 

আরও পড়ুন: 'প্রচণ্ড অন্যায় করেছেন', 'রূদালী' মন্তব্যে শুভাপ্রসন্নকে ক্ষমা চাওয়ার পরামর্শ রূদ্রপ্রসাদের

রবি বসুর স্ত্রী এতটাই অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত, যে তার মৃত্যুর খবর সকালে পুলিস জানায়নি স্ত্রীকে।

জানা গেছে শেষ রাতে নিজের ঘর থেকে ছাদে উঠে ছাদের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন তিনি। দীর্ঘক্ষণ ছাদের কার্নিশে বসে ছিলেন। প্রতিবেশি এবং পথচারিরা তাঁকে ঝাপ না দেওয়ার আবেদন জানান। কারুর কথা শোনেননি। সকাল সাড়ে ছটায় আর্ত চিৎকার করে ঝাপ দেন রবি বসু। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.