মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এপিডিআর-এর
সরাসরি এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল কোনও সংগঠন। বেশি করে সিগারেট খান, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে এপিডিআর।
সরাসরি এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল কোনও সংগঠন। বেশি করে সিগারেট খান, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে এপিডিআর।
সারদা চিটফান্ডে ছোট এবং মাঝারি আমানতকারীদের টাকা ফেরত দিতে গত চব্বিশে এপ্রিল পাঁচশ কোটি টাকা তহবিল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তহবিলের একটা বড় অংশ রাজ্য সরকার তামাকজাত দ্রব্যে কর বসিয়ে সংগ্রহ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার সময় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। এপিডিআরের অভিযোগ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকর জেনেও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। এই মন্তব্য প্রত্যাহার করে মুখ্যমন্ত্রী যাতে দুঃখপ্রকাশ করেন, তার জন্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে এপিডিআর।