কোলে মার্কেটে অরূপ রায়

কোলে মার্কেট পরিদর্শন করলেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। আলু, পেঁয়াজ-সহ সব্জি কিনতে গিয়ে ক্রেতাদের চড়া দাম দিতে হলেও, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। কেন এমন অবস্থা তা খতিয়ে দেখতেই বুধবার পাইকারি বাজারে যান মন্ত্রী।

Updated By: May 16, 2012, 06:06 PM IST

কোলে মার্কেট পরিদর্শন করলেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। আলু, পেঁয়াজ-সহ সব্জি কিনতে গিয়ে ক্রেতাদের চড়া দাম দিতে হলেও, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। কেন এমন অবস্থা তা খতিয়ে দেখতেই বুধবার পাইকারি বাজারে যান মন্ত্রী।
পাইকারি বাজারে জিনিসের দাম বাড়ার ফলেই ক্রেতাদের ওপর বাড়তি বোঝা চাপছে বলেই মনে করেন অরূপ রায়। পাইকারি বাজারের ব্যবসায়ীদের কৃষি দফতরের থেকে লাইসেন্স নিতে হয়। কিন্তু মন্ত্রীর মতে কোলে মার্কেটের ব্যবসায়ীদের সেই লাইসেন্স নেই। ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার জন্য কৃষি দফতরের তরফে শীঘ্রই একটি শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

.