Lokkhir Bhander: লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের পেনশন; যুবকদের ঋণ, ১০ পয়েন্টে দেখ নিন বাংলার বাজেট
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সামাজিক দায়বদ্ধতার দিক থেকে রাজ্যের ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্ণীর ভান্ডারের আওতায় এনে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগে এবারের বাজেটে মমতার বাজেটে কী ছিল তা নিয়ে আগ্রহ ছিলই। বুধবার বিধানসভায় তাঁর বাজেট বক্তৃতায় বেশকিছু বড় ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণার পাশাপাশি লক্ষ্ণীর ভাণ্ডার নিয়েও চামক রয়েছে এবারের রাজ্য বাজেটে। দেখে নিন একনজরে।
## লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন ১ কোটি ৮৮ লাখ মহিলা। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ পেরোলেই পাবেন ১ হাজার টাকা পেনশন।
## খাদ্যসাথী প্রকল্পে ৯ কোটিরও বেশি মানুষকে যুক্ত করা হয়েছে।
## বিধায়ক তহবিলের অর্থ ৬০ লাখ টাকা থেকে বেড়ে ৭০ লাখ।
## দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ।
## তথ্যপ্রযুক্তিতে রাজ্যে রেকর্ড বিনিয়োগ।
## বানতলা লেদার কমপ্লেক্সে ৩ লাখ মানুষের কর্ম সংস্থান। ভবিষ্যতে আরও ২ লাখ মানুষের কর্মসংস্থান।
## জিএসটি রাজস্ব বৃদ্ধির হার ২৪.৪৬ শতাংশ।
## ঘর-বাড়ি বিক্রির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।
## চা বাগানের আয়ে ছাড় মিলবে কৃষি আয়কর আইনে।
## রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ। এই সুবিধে পাবেন পেনশনভোগীরাও।
## রাজ্যে গ্রামীণ সড়ক উন্নয়ণে বিপুল টাকা বিনিয়োগ। তৈরি হবে ১১,৫০০ কিলোমিটার রাস্তা।
## ১৮-৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যত ক্রেডিট কার্ড। পাওয়া যাবে ৫ লাখ টাকা ঋণ।
## মত্সজীবীদের অকাল মৃত্যুতে ২ লাখ টাকা ক্ষতিপূরণ।
এবারের বাজেটের রাজ্যের দুটো বড় ঘোষণার মধ্যে একটি অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার। গ্রাম বাংলায় এই প্রকল্পের জনপ্রিয়তা প্রবল। এবার তাকেই অম্যরূপ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, যেসব মহিলা লক্ষ্ণীর ভাণ্ডার পান তাঁর ৬০ পেরোলেও টাকা পাবেন এবং তা বাড়বে। যে মহিলা ৬০ এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা ৬০ পার করলে ১ হাজার টাকা করে পেনশন পাবেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সামাজিক দায়বদ্ধতার দিক থেকে রাজ্যের ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্ণীর ভান্ডারের আওতায় এনে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছে। ৬০ বছর বয়সের পরেও তাদের ভাতা যাতে বন্ধ না হয় তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা ৬০ বছর বয়স অতিক্রম করলে সোজাসুজি বার্ধক্যভাতর আওতায় চলে আসবেন। প্রতিমাসে ১ হাজার টাকা পেনশন পাবেন তাঁরা।