WB Weather Update: পশ্চিমী ঝঞ্ঝায় বাধা জাঁকিয়ে ঠান্ডা! আবহাওয়ার আপডেটে মন ভাঙবে শীতপ্রেমীদের...

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২২শে জানুয়ারি। সামান্য ঊর্ধ্বমুখী হলেও আগামী পাঁচ দিন প্রায় একইরকম তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত সকাল - সন্ধ্যা শীতের আমেজ থাকবে। 

Updated By: Jan 19, 2025, 09:20 AM IST
WB Weather Update: পশ্চিমী ঝঞ্ঝায় বাধা জাঁকিয়ে ঠান্ডা! আবহাওয়ার আপডেটে মন ভাঙবে শীতপ্রেমীদের...

অয়ন ঘোষাল: আরও নামল পারদ। আরও জমাট শীতের আমেজ। কলকাতার পারদ ফের ১৪ এর ঘরে। আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস। কাল থেকে পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও শুক্রবার পর্যন্ত রাজ্যে শীতের আমেজ। 

সিস্টেম

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২২শে জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। 

দক্ষিণবঙ্গে

সামান্য পারা পতন হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪-৫ দিন সামান্য বাড়লেও শীতের আমেজ বহাল। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।

আরও পড়ুন:Tiger In Purulia: অবশেষে ট্র্যাপ ক্যামেরায় দেখা দিল বাঘ! পুরুলিয়ায় জারি লাল সতর্কতা...

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।আগামী ৪/৫ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়ে তার উপর নির্ভর করছে উত্তরবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি।

কলকাতা

সকালে খুব হালকা কুয়াশা। বেলায় পরিষ্কার আকাশ। সামান্য ঊর্ধ্বমুখী হলেও আগামী পাঁচ দিন প্রায় একইরকম তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত সকাল - সন্ধ্যা শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আগামী ৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৫.২ থেকে কমে ১৪.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৮৯ শতাংশ। 

ভিনরাজ্যে

প্রবল বৃষ্টি তামিলনাডু পন্ডিচেরি করাই কালে। শীতল দিনের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে তার প্রভাব পড়বে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান। হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশায় ঢাকা থাকবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.