Narendrapur Shocker: খাটের তলায় কম্বল চাপ ৮ বছরের শিশু, ছেলেকে শ্বাসরোধ করে থানায় হাজির মা

Narendrapur Shocker: কিছুদিন আগে ওই গৃহবধূর ছোটে ছেলের মৃত্যু হয়। তখনও তার বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে...

Updated By: Jan 18, 2025, 10:33 PM IST
Narendrapur Shocker: খাটের তলায় কম্বল চাপ ৮ বছরের শিশু, ছেলেকে শ্বাসরোধ করে থানায় হাজির মা

তথাগত চক্রবর্তী: বয়স মাত্র ৮ বছর। সেই ছেলেকে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ভয়ংকর এই ঘটনায় চমকে উঠেছেন স্থানীয় মানুষজন। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে ওই মহিলাকে পাড়ার লোকের রোষ থেকে বাঁচাতে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। এলাকায় এনিয়ে প্রবল উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন-কিশোরীকে নিজের টোটোয় চাপিয়ে নির্জনে নিয়ে গিয়ে 'ধর্ষণ'! খবর পেয়েই ছুটল পুলিস...

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের মৌ লিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল। স্ত্রী তনুজা মন্ডল। তাদের দুটি পুত্র সন্তান হয়। মাত্র ৬-৭ মাস বয়সে ছোট ছেলের মৃত্যু হয়। তখনও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। বড় ছেলের নাম দেবজিত মন্ডল (৮)। স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

শনিবার সকালে প্রসেনজিৎ ব্যবসার কাজে বেরিয়ে যায়। মাছের ব্যবসার সাথে যুক্ত সে। বাড়িতে ছেলে নিয়ে একাই ছিল তনুজা। এদিকে শিশুটির ঠাকুমা সকাল ১০টা নাগাদ আসে প্রসেনজিতের বাড়িতে আসে। এসে নাতির খোঁজ শুরু করে। সেইসময় বাড়িতে ছিল না বাচ্ছাটির মাও। প্রতিবেশীদের কাছেও জিজ্ঞাসা করেন ওই বৃদ্ধা। খোঁজখবর শুরু হলে খাটের নিচে কম্বল চাপা অবস্থায় উদ্ধার হয় শিশুটির দেহ।
 
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিস। অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে এলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকার মহিলারা তার উপর হামলে পড়ে। লাঠিচার্জ করে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ করে তনুজা। তাকে গ্রেফতার করেছে পুলিস। আগামিকাল তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.