TMC-র ৫-র পাল্টা ৫০ আসনে পুনর্গণনা চেয়ে হাইকোর্টে যাচ্ছে BJP
নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নির্বাচনী আর্জি দাখিল করেছেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে রায় চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও ৪ কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থীরাও গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে দায়ের করেছে নির্বাচনী আবেদন (Election Petition)। এবার প্রতিপক্ষ শিবিরও অগ্রসর হতে চাইছে একই পথে। অন্তত ৫০ আসনে পুনর্গণনার দাবিতে হাইকোর্টের দরজায় কড়া নাড়ার ভাবনা রাজ্য বিজেপির (West Bengal BJP)। শনিবার বহরমপুরে চা-চক্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, আইনি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরাও নির্বাচনী আবেদন করতে চাই। প্রস্তুতি প্রায় সারা।
বিজেপি (BJP) সূত্রের খবর, রাজ্যে এমন ৫০ বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে হারের ব্যবধান যৎসামান্য। ওই কেন্দ্রগুলিতে পুনর্গণনা চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে তারা। শুক্রবারই সে ইঙ্গিত দিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেতৃত্ব। ৫০ আসনে আমরা দ্বিতীয় স্থানে। খুব কম মার্জিনে হেরেছি। কোথাও ২-৩ হাজার, কোথাও হাজারের ব্যবধান। বেলা ১২টার পর একাধিক জায়গায় তৃণমূল আশ্রিত গুন্ডাদের ভয়ে গণনাকেন্দ্র ছাড়তে বাধ্য হয়েছেন বিজেপির এজেন্টরা।''
প্রতাপের সুরেই শনিবার দিলীপ বলেন,''আমরাও ইলেকশন পিটিশন করতে চাই। বিষয়টি দেখছেন আইনি টিম। সেভাবেই চলছে প্রস্তুতি। প্রায় ঠিকই হয়ে গিয়েছে।''
উল্লেখ্য, নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নির্বাচনী আর্জি দাখিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, জনপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচনী আর্জিতে মামলাকারীকে আদালতে উপস্থিত থাকতে পারবেন কি না। মমতার আইনজীবী জানান, 'আইনে যা আছে, সেটাই মানব।' পরে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এজলাস বদলের আবেদন করেন তৃণমূল নেত্রীর আইনজীবী। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে, হাইকোর্টে মামলা করেছেন বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী আলোরানী সরকার, হুগলির গোঘাটের মানস মজুমদার ও পূর্ব মেদিনীপুরের ময়নার সংগ্রাম কুমার দলুই।
আরও পড়ুন- 'পুরনো চাল ভাতে বাড়ে', হারের পর বোধোদয় BJP-র কেন্দ্রীয় নেতাদের