Blast in Hospital: খাস কলকাতায় এবার হাসপাতালে বিস্ফোরণ! অপারেশন থিয়েটারে...
Blast in Hospital: তুমুল আতঙ্ক এন্টালিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার হাসপাতালে বিস্ফোরণ! বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, রীতিমতো কেঁপে উঠল আশেপাশের এলাকা। হাসপাতালে জানলার কাঁচ ছিটকে পড়ল রাস্তায়। তুমুল আতঙ্ক এন্টালিতে।
স্থানীয় সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালটি এন্টালি থানা এলাকার সিআইটি রোডে। ঘড়িতে তখন সাড়ে ৮টা। হঠাত্ হাসপাতালে দোতলায় বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায়। রোগীরা তো বটেই, হাসপাতালের সামনে রাস্তায় পথচারী আতঙ্কে রীতিমতো ছোটাছুটি শুরু করে দেন। খবর দেওয়া হয় এন্টালি থানায়। পুলিস আসে। কীভাবে বিস্ফোরণ? তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন, অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, অপারেশন থিয়েটারে অটোক্লেভ মেশিন ফেটে গিয়েছে। এই মেশিনে অপারেশনে ব্যবহৃত ছুরি, কাঁচি জীবাণুমুক্ত করা হয়।
এর আগে, নিউ আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে পাশেই বস্তিতে আগুন লেগে গিয়েছিল। স্রেফ দমকলকর্মীরাই নন, আগুন নেভাতে নামাতে হয়েছিল সেনাও। সেই এখনও নিউ আলিপুরের দুর্গাপুর সেতুতে এখনও বন্ধ ভারী পণ্যবাহী যান, ট্রাক, এমনকী বাস চলাচল! চলছে শুধুমাত্র ও ৪ চাকার ছোট গাড়ি। বেঁধে দেওয়া হল গাড়ির সর্বোচ্চ গতিও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)