ব্রেইলে ফেলুদা
স্পর্শেই রোমাঞ্চ। পরতে পরতে রহস্যের জাল ছেঁড়ার উত্তেজনা। ক্ষুরধার বুদ্ধিতে অপরাধীকে কবজা করার কাহিনী। সঙ্গে ভ্রমণবৃত্তান্ত ফ্রি। পড়তে পড়তে পলক পড়ে না পাঠকের। কিন্তু এতদিন সে স্বাদে বঞ্চিত ছিলেন দৃষ্টিহীনরা। ফেলুদার গল্পের স্বাদ পেতে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হত তাদের। সেই বাধা মিটল এবার। ব্রেইলে প্রকাশিত হল ফেলুদা।
স্পর্শেই রোমাঞ্চ। পরতে পরতে রহস্যের জাল ছেঁড়ার উত্তেজনা। ক্ষুরধার বুদ্ধিতে অপরাধীকে কবজা করার কাহিনী। সঙ্গে ভ্রমণবৃত্তান্ত ফ্রি। পড়তে পড়তে পলক পড়ে না পাঠকের। কিন্তু এতদিন সে স্বাদে বঞ্চিত ছিলেন দৃষ্টিহীনরা। ফেলুদার গল্পের স্বাদ পেতে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হত তাদের। সেই বাধা মিটল এবার। ব্রেইলে প্রকাশিত হল ফেলুদা।
শনিবার একটি স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে রোটারি সদনে প্রকাশিত হয় ব্রেইলে ফেলুদা। কৈলাসে কেলেঙ্কারি-সহ ফেলুদার পাঁচটি কাহিনী প্রকাশিত হয়েছে ব্রেইল হরফে। প্রাথমিক ভাবে দৃষ্টিহীনদের ১৯টি স্কুলকে দেওয়া হবে বইগুলি। সত্যজিত্ রায় ছাড়াও আরও বেশ কয়েকজন সাহিত্যিকের রচনা ব্রেইলে প্রকাশ করেছে সংস্থাটি। অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।