অনেকটাই স্থিতিশীল Buddhadeb Bhattacharjee, রক্তচাপ নিয়ন্ত্রণে, আজ হবে বুকের Xray

গতকালই রেমডেসিভিরের কোর্স শেষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Updated By: May 30, 2021, 12:10 PM IST
অনেকটাই স্থিতিশীল Buddhadeb Bhattacharjee, রক্তচাপ নিয়ন্ত্রণে, আজ হবে বুকের Xray

নিজস্ব প্রতিবেদন: বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতালের সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। রক্তে গ্লুকোজের পরিমাণও স্বাভাবিক রয়েছে। তবে শুকনো কাশি রয়েছে। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুকের এক্স-রে করা হবে।

উডল্যান্ডস হাসপাতালের তরফে রবিবার সকাল সাড়ে ৯টায় প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে স্বাভাবিক ভাবেই কথা বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। নিয়ম করে খাবার খাচ্ছেন।হৃদস্পন্দন মিনিটে ৬০। ইউরিন আউটপুট সন্তোষজনক। গতকালই রেমডেসিভিরের কোর্স শেষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এখনও তাঁর একটা শুকনো কাশি রয়েছে। প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Yaas-Lockdown-র জেরে আগুন দাম বাজারের, কাটাপোনা ১৮০, কাঁচা লঙ্কা ৮০ টাকা

আরও পড়ুন: আব্বাসকে নিয়ে ঝড় সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে; জোট ভাঙতে নারাজ সূর্যকান্ত

প্রসঙ্গত, গত ১৮ মে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। করোনায় আক্রান্ত হন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। তিনি হাসপাতালে ভর্তি হলেও, বাড়িতে থেকে চিকিৎসা করাতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, মঙ্গলবার তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮২ হয়ে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য গঠিত হয় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড। মঙ্গলবার রাত থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির দেওয়া শুরু করেন চিকিৎসকরা। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়ে ওঠে।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.