হিটলারের সঙ্গে মোদীকে তুলনা করে কটাক্ষ বুদ্ধদেব ভট্টাচার্যর

হিটলারের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, জনমত সমীক্ষায় মোদী এগিয়ে থাকার মানে কখনই এই নয় যে মোদীর নীতি ভালো। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশ্ন, ১৯৩৩-এ জার্মানিতে ভোটে যেতেন অ্যাডলফ হিটলার।

Updated By: Mar 23, 2014, 03:52 PM IST

হিটলারের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, জনমত সমীক্ষায় মোদী এগিয়ে থাকার মানে কখনই এই নয় যে মোদীর নীতি ভালো। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশ্ন, ১৯৩৩-এ জার্মানিতে ভোটে যেতেন অ্যাডলফ হিটলার।

তার মানে কি এ কথা বোঝায় যে হিটলারের নীতি ঠিক ছিল? মোদীর প্রধানমন্ত্রিত্ব কোনও ব্যক্তিগত বিষয় বা ব্যক্তির আকাঙ্খা নয় বলেও মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আরএসএস এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা যৌথভাবে মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরতে চাইছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারাল ফ্রন্টের কোনও ভবিষ্যত নেই। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভাবে চলেন তা সবার জানা। তাই, তাঁর সঙ্গে যাওয়ার লোক নেই।

ভোটের পর কী করবে সিপিআইএম? কংগ্রেসকে সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, তিনি আশা করেন যে এ বার আর ২০০৪-এর মতো অবস্থা হবে না। সে বার কংগ্রেসকে সমর্থনে বাধ্য হয়েছিল সিপিআইএম। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপিকে রুখতে সর্বাত্মক চেষ্টা করবে বামেরা। তবে, কংগ্রেসকে মোটেই স্বাগত জানাচ্ছেন না তাঁরা। কারণ, মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে।

.