খুচরো সঙ্কটে ঘুরপথে বাড়ল বাসের ভাড়া
ঘুরপথে সরকারি বাসের ভাড়া বাড়ালেও এখনই বেসরকারি বাসের ভাড়া বাড়াচ্ছে না রাজ্য সরকার। শনিবার থেকেই সরকারি বাসে উঠলেই ভাড়া দিতে হবে পাঁচটাকা। খুচরো সমস্যার দোহাই দিয়ে সরকারি বাসে ভাড়া বাড়ানো বেসরকারি বাসের ক্ষেত্রে কিন্ত অন্য সিদ্ধান্ত নিল রাজ্য।
ঘুরপথে সরকারি বাসের ভাড়া বাড়ালেও এখনই বেসরকারি বাসের ভাড়া বাড়াচ্ছে না রাজ্য সরকার। শনিবার থেকেই সরকারি বাসে উঠলেই ভাড়া দিতে হবে পাঁচটাকা। খুচরো সমস্যার দোহাই দিয়ে সরকারি বাসে ভাড়া বাড়ানো বেসরকারি বাসের ক্ষেত্রে কিন্ত অন্য সিদ্ধান্ত নিল রাজ্য।
শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ মন্ত্রিগোষ্ঠী ও বাসমালিদের সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকেই বাসমালিক সংগঠনগুলিকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এখনই বাসভাড়া বাড়াতে পারবে না সরকার। তার পরিবর্তে বিজ্ঞাপন ও অন্যান্য উপায়ে আয় বাড়ানোর কিছু ব্যবস্থা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে ভাড়া না বাড়ালে যে তাদের পক্ষে বাস চালানো অসম্ভব হয়ে পড়বে সেকথাও মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী তাদের দাবি বিবেচনা করবেন আশ্বাস দেওয়ায় এখনই ধর্মঘটের মতো কোনও সিদ্ধান্ত নিচ্ছে না বাসমালিকরা।
শনিবার মহাকরণে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী মদন মিত্র ও পরিকল্পনা মন্ত্রী মণীশ গুপ্তর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।