'জয়ের পূর্ণিমা আর হারের অমাবস্যা' প্রচারে ক্যালেন্ডার

বাংলার ভোট প্রচারে বাংলা ক্যালেন্ডার। শ্যামপুকুরের তৃণমূলপ্রার্থী শশী পাঁজা হাঁটলেন আর বাংলা ক্যালেন্ডার দিলেন সবাইকে।

Updated By: Apr 20, 2016, 04:52 PM IST
'জয়ের পূর্ণিমা আর হারের অমাবস্যা' প্রচারে ক্যালেন্ডার

ওয়েব ডেস্ক: বাংলার ভোট প্রচারে বাংলা ক্যালেন্ডার। শ্যামপুকুরের তৃণমূলপ্রার্থী শশী পাঁজা হাঁটলেন আর বাংলা ক্যালেন্ডার দিলেন সবাইকে।

হাতে নিয়ে হাঁটছেন আর বিলোচ্ছেন। কী বলবেন ভোটের ক্যালেন্ডার? এক পিঠে মমতা ব্যানার্জি আর প্রার্থীর ছবি। অন্যপিঠে বাংলা ক্যালেন্ডার।পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা নিয়ে প্রচার শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীর। শুভেচ্ছা, সঙ্গে পকেট ক্যালেন্ডার।

কাজের মানুষ হিসেবেই এলাকায় পরিচিত তিনি। প্রচারে নেমে বিলোচ্ছেনও কাজের জিনিস। ছোট হলেও পকেট ক্যালেন্ডারে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, উল্লেখ রয়েছে সবই। স্বাভাবিক ভাবেই তা সংগ্রহের জন্য উত্‍সাহও ছিল। প্রার্থী কাউকেই নিরাশ করেননি। স্কুলফেরত এই খুদের হাতেও প্রার্থী তুলে দিলেন ভোট-ক্যালেন্ডার।

 

.