রানাঘাট গণধর্ষণকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
'গুরত্ব এবং ঘটনার গুরুত্বের কথা বিচার করে আমি রানাঘাট গণর্ষণকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এমনই ট্যুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: 'গুরত্ব এবং ঘটনার গুরুত্বের কথা বিচার করে আমি রানাঘাট গণর্ষণকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।' এমনই ট্যুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Considering the seriousness and sensitivity of the case, I have decided to entrust investigation of the case to CBI
— Mamata Banerjee (@MamataOfficial) March 18, 2015
Our Government will provide all necessary co-operation and assistance to the CBI for investigation in this case
— Mamata Banerjee (@MamataOfficial) March 18, 2015
Police are making their best efforts. Considering the fact that the place is very close to border area I have decided to entrust case to CBI
— Mamata Banerjee (@MamataOfficial) March 18, 2015
সারদা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের বিরুদ্ধে তিনি চড়া সুরে আক্রমণ করেছিলেন। অথচ রানাঘাটের গাঙনাপুরের সন্ন্যাসিনী ধর্ষণে সেই সিবিআই তদন্তের ওপরেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটকাণ্ডে সিবিআই তদন্তে সবরকম সহায়তা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফেসবুকে মুখ্যমন্ত্রী যা লিখলেন-- The Ranaghat incident of 14th March, 2015 is a very serious matter. The police administration was instructed to take swift action to nab the culprits. They are making their best efforts. Considering the seriousness and sensitivity of the case and also the fact that the place of incidence is very close to border area, I have decided to entrust investigation of the case to CBI. Our Government will provide all necessary co-operation and assistance to the CBI for investigation in this case.