Panchayat Election 2023: ৮০০-র বদলে পঞ্চায়েত ভোটে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর কেন্দ্রের!
হাইকোর্টের নির্দেশে মেনে কমিশন চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। চিঠি দিয়ে ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠায় কমিশন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের ভোটে আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে কেন্দ্র। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হাইকোর্টের নির্দেশে ৮০০ কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি অন্য রাজ্যের পুলিস। এর আগে ২২ কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্র।
কেন্দ্র ৩১৫ কোম্পানি বাহিনী দিতেই বিজেপিকে বিঁধল তৃণমূল। ৮০০ চেয়ে মিলল ৩১৫ কোম্পানি। শুভেন্দু, সুকান্তদের লাফালাফি কোথায় গেল? এবার অমিত শাহকে বাহিনী দিতে বলুন। কটাক্ষ তৃণমূলের। পালটা বিজেপির দাবি, ধাপে ধাপে আরও আসবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপেই হবে রাজ্যে পঞ্চায়েত ভোট। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ২২ জেলার জন্য় প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন।
কিন্তু বিরোধীদের দাবি, রাজ্যে বুথের সংখ্যা ৭৪ হাজার। সেক্ষেত্রে যদি ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, তাহলে ২৮ বুথের জন্য় থাকবেন মাত্র ১ জন জওয়ান! ফের মামলা দায়ের করা হয় হাইকোর্টে। গতকাল, বুধবার সেই মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পড়ে কমিশন। স্রেফ পর্যাপ্ত নয়, ২০১৩ সালে যে সংখ্যাক কেন্দ্রীয় বাহিনী ছিল, তার থেকে বেশি বাহিনী চাইতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সময়সীমা ২৪ ঘণ্টা।
সঙ্গে বিচারপতির কড়া মন্তব্য, 'নির্বাচন কমিশনার যদি চাপ সামলাতে না পারেন তাহলে পদ ছেড়ে দিন। সে ক্ষেত্রে নতুন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল'। এরপরই হাইকোর্টের নির্দেশে মেনে কমিশন চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। চিঠি দিয়ে ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠায় কমিশন! পঞ্চায়েত ভোটে শেষমেশ বৃহস্পতিবার 'পর্যাপ্ত' কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।
আরও পড়ুন, Governor C V Ananda Bose: 'আমি নিয়োগ করেছিলাম, কিন্তু বাংলার মানুষকে হতাশ করেছেন কমিশনার'