আজ ছটপুজো

সূর্যের উপাসনা করতে গঙ্গার বিভিন্ন ঘাটে সকাল থেকেই ভীড় করেন অসংখ্য পুণ্যার্থী।কলকাতার বাবুঘাটে ছটপুজোকে ঘিরে মানুষের উত্সাহ ছিল দেখার মতো। ভোরের আলো ফোটার আগেই অসংখ্য পরিবার নদীর ঘাটে ভীড় করে।

Updated By: Nov 2, 2011, 01:06 PM IST

সূর্যের উপাসনা করতে গঙ্গার বিভিন্ন ঘাটে সকাল থেকেই ভীড় করেন অসংখ্য পুণ্যার্থী। কলকাতার বাবুঘাটে ছটপুজোকে ঘিরে মানুষের উত্সাহ ছিল দেখার মতো। ভোরের আলো ফোটার আগেই অসংখ্য পরিবার নদীর ঘাটে ভীড় করে।স্নান সেরে কলা, পিটুলি, ঠেকুয়া দিয়ে সাজানো নৈবেদ্য সূর্য দেবতার উদ্দেশে নিবেদন করেন তাঁরা। পুজো ঘিরে এদিন নদীর পাড় বরাবর শুধুই উত্সবের মেজাজ।

.