অ্যাপোলো-দমকল সংঘাত
অ্যাপোলো-দমকল সংঘাত । হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ দমকল । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দমকল আসার আগে তারাই আগুন নিভিয়ে ফেলেন। যদিও দমকলের দাবি, তাঁদের কর্মীরাই আগুন নেভান। ধোঁয়া থেকে বাঁচাতে রোগীদের সরিয়ে নিয়ে যান। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী। দমকল সূত্রে খবর, আগুন নেভানোর পরিকাঠামো থাকলেও সেগুলি কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওয়েব ডেস্ক: অ্যাপোলো-দমকল সংঘাত । হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ দমকল । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দমকল আসার আগে তারাই আগুন নিভিয়ে ফেলেন। যদিও দমকলের দাবি, তাঁদের কর্মীরাই আগুন নেভান। ধোঁয়া থেকে বাঁচাতে রোগীদের সরিয়ে নিয়ে যান। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী। দমকল সূত্রে খবর, আগুন নেভানোর পরিকাঠামো থাকলেও সেগুলি কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, সিকিম সঙ্কট কাটাতে ডোকা লা থেকে সেনা প্রত্যাহার করুক ভারত । অন্যথায় দু'দেশের সম্পর্কে তার প্রভাব পড়বে। ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিল চিন । চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়াতে ভারতকে সেনা সরানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওই এলাকায় চিনের একটি সড়ক তৈরিকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। আন্তর্জাতিক সীমান্ত বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সড়ক তৈরি করছে চিন । ভারতও চিনকে রুখতে এলাকায় পাল্টা সেনা মোতায়েন করেছেন। এনিয়ে দুদিন ধরেই দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছে। ভারতকে ৬২ যুদ্ধের কথা স্মরণ করিয়ে ভয় দেখানোর চেষ্টাও করেছে বেজিং । পাল্টা হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লিও।