'আমি কি ঝাড়খণ্ডে গিয়ে বাঙালি ভোট চাই?' হেমন্ত সোরেনকে নিশানা Mamata-র
একুশের ভোটে বাংলায় প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও।
নিজস্ব প্রতিবেদন: 'আমি কি ঝাড়খণ্ডে গিয়ে বাঙালি ভোট চাই? আগে ঝাড়খণ্ড সামলাও।' বাংলায় বিধাসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করতেই এবার হেমন্ত সোরনের (Hemant Soren) বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'যখন কেউ ছিল না, তখন পূর্ণ সমর্থন দিয়েছিলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলাম। আর এখন বাংলায় এসে ভোট চাইছে! আমার খারাপ লেগেছে।'
নজরে আদিবাসী ভোটে। একুশে বাংলায় বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও (Jharkhand Mukti Morcha)। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর-সহ সাতটি জেলায় প্রার্থী দেবে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ক্ষমতাসীন দলটি। এদিন ঝাড়গ্রামের সার্কাস ময়দান মাঠের সভা থেকে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে কড়া আক্রমণ করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। বলেন, "আদিবাসীদের এখন চাক্কিতে পেষা হচ্ছে। নতুন নতুন কানুন তৈরি হচ্ছে। তাতে আদিবাসীদের জীবন হারাম হয়ে যাচ্ছে।" শুধু তাই নয়, এই সভা থেকে বিধানসভা ভোটে প্রার্থী দেওয়া কথাও ঘোষণা করেন হেমন্ত। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভাপতিও বটে। আর তাতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: উলুবেড়িয়ার কর্মসূচি স্থগিত হয়েছে : জ্যোতির্ময় মাহাত, বেলুড় মঠ যেতে পারেন Amit Shah
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বাংলায় ভিড় বাড়ছে ভিনরাজ্যের রাজনৈতিক দলগুলি। এ রাজ্যে প্রার্থী দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। বাদ নেই মহারাষ্ট্রের শিবসেনা (Shivsena) ও বিহারের জেডিইউ-ও (JDU)। দিন কয়েক আগে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত টুইট করে জানান, 'আর দেরি নেই। এবার বিধানসভা নির্বাচনে বাংলায় লড়বে উদ্ভব ঠাকরের দল। এদিন সঞ্জয় রাউত টুইটে লেখেন, আপনাদের জন্য বহু প্রতীক্ষিত আপডেট। পার্টি সচিব উদ্ভব ঠাকরের সঙ্গে আলোচনার পর শিব সেনা এবার বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা শীঘ্রই কলকাতায় আসছি। জয় হিন্দ, জয় বাংলা।'
আরও পড়ুন: হাসপাতালে ৪০ দিনের লড়াই শেষ, মৃত্যু পোলবার নির্যাতিতা কিশোরীর
একুশের বিধানসভা ভোটে ৭০-৭৫টি আসনে প্রার্থী দিতে চায় জেডিইউও (JDU)। সূত্রের খবর, ভোটে লড়ার বার্তা দিয়ে ইতিমধ্যেই বাংলায় দলের কর্মীদের বার্তা দেওয়া হয়েছে খোদ নীতীশ কুমারের তরফে। JDU সূত্রের খবর, ২০০৬ সালে তৃণমূলের সঙ্গে জোট হয়েছিল তাদের। ২০১১ সালে রাজ্য়ে এককভাবে ৭১টি আসনে, এমনকী গতবার অর্থাৎ ২০১৬ সালের কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট বেঁধে ২টি আসনে লড়েছিল বিহারের দলটি। রাজনৈতিক কারবারীদের মতে, বাংলার ভোটে যত বেশি দল প্রার্থী হবে, ভোট ভাগ হওয়ার সম্ভাবনাও ততই বাড়বে। সেক্ষেত্রে সমস্যায় পড়বে তৃণমূল (TMC)।