Mamata Banerjee: 'জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে দোষীদের শাস্তি হবে'!

Mamata Banerjee: 'দু-একটি ঘটনা কখনও কখনও বাংলায় ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়।  করা উচিত। অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় কোনও ঘটনা ঘটলে সবাই মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে থাকে। কোনও প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছে করে কোনও ঘটনা ঘটায়'? 

Updated By: Oct 6, 2024, 09:40 PM IST
Mamata Banerjee: 'জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে দোষীদের শাস্তি হবে'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  'যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই'। আলিপুর বডি গার্ড লাইন্সে পুজো উদ্বোধন মঞ্চ থেকে জয়নগরকাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, '৩ মাসের মধ্যে দোষীদের সাজা হবে। আমি চাই, ঘটনাটারও ৩ মাসের মধ্যে সমাধান হোক।  পুলিশ পকসো কোর্টে মামলা করে ৩ মাসের মধ্যে ব্যবস্থা নেবে'।

আরও পড়ুন:  Jaynagar Incident | Calcutta High Court: জয়নগরকাণ্ডে কল্যাণীর JNM হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের!

ঘটনাটি ঠিক কী? ন'বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন! গতকাল, শনিবার দিনভর উত্তপ্ত ছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। মামলার শুনানিতে পুলিসকে ভর্ত্‍সনা করেছে কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী বলেন, 'দু-একটি ঘটনা কখনও কখনও বাংলায় ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়।  করা উচিত। অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় কোনও ঘটনা ঘটলে সবাই মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে থাকে। কোনও প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছে করে কোনও ঘটনা ঘটায়'? 

মুখ্যমন্ত্রীর কথায়, 'যাঁরা রাস্তায় আন্দোলন করেন, আমি বলি বেশি করে করুন। এতে আমাদের শক্তি বাড়ে। আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেই সঙ্গে এটাও প্রচার করুন যে ইউটিউবে যে খারাপ ভিডিওগুলো দেওয়া হয়, সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। বাচ্চাদের মধ্যেও প্রবণতা বাড়ছে'।

আরও পড়ুন:  Parkstreet: পার্কস্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারের 'শ্লীলতাহানি'!

এদিকে জয়নগরকাণ্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনও কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন মৃতার বাবা।  ফলে এখনও ময়নাতদন্ত হয়নি।  রবিবার হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি হল হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কল্যানীর JNM হাসপাতালে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.