করোনার জের, বন্ধ হতে চলেছে কফি হাউজও

বৃহস্পতিবার বৈঠক করেন কফি হাইজ কর্তৃপক্ষ। রাজ্য সরকারের নির্দেশ, জমায়েত এড়াতে শপিং মল, সিনেমা, অডেটরিয়াম, স্কুল, কলেজ বন্ধ রাখতে হবে। আজ বৈঠক হয়

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Mar 19, 2020, 08:10 PM IST
করোনার জের, বন্ধ হতে চলেছে কফি হাউজও
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  কার্যত কোয়ারেন্টাইনে কলকাতা! এবার সাময়িকভাবে বন্ধ হতে চলেছে কফি হাউজও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে কফি হাউজ।

বৃহস্পতিবার বৈঠক করেন কফি হাইজ কর্তৃপক্ষ। রাজ্য সরকারের নির্দেশ, জমায়েত এড়াতে শপিং মল, সিনেমা, অডেটরিয়াম, স্কুল, কলেজ বন্ধ রাখতে হবে। আজ বৈঠক হয়। কফি হাইস সূত্রে জানা গিয়েছে, আজ কফি হাউজ কমিটি এবং কনজিউমার ফোরামের বৈঠকে বসে। সেখানেই বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।  কাল সকালে নোটিস টাঙানো হবে। সতর্কতা অবলম্বনের জন্যই এহেন সিদ্ধান্ত, দাবি কমিটির।

আরও পড়ুন- 'করেছে গাঁ-উজাড়ি, ওটা নাকি বড্ড ভারী, 'করোনা আতঙ্কতঙ্ক' কবিতা মমতার

করোনা সতর্কতার জেরে এ দিন মাঝ পথে স্থগিত হয়ে গেল সিবিএসই পরীক্ষা। দিল্লি থেকে পাঠানো নির্দেশিকায় সিবিএসই বোর্ড জানিয়ে দিয়েছে ১৯ থেকে ৩১ মার্চের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির সব পরীক্ষা বন্ধ থাকবে। ৩১ মার্চের পর বোর্ড পরীক্ষার নতুন দিনক্ষণ জানাবে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। বুধবার একাধিক শিক্ষা নিয়ামক সংস্থার সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্তের কথা জানানো হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেও আসন্ন JEE মেইন পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।

.