ফের নামল পারদ, ঠাণ্ডার হাত থেকে এখনই রেহাই নেই

মুর্শিদাবাদ, মালদা-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্র অনেকটাই কমেছে

Updated By: Jan 10, 2018, 10:07 AM IST
ফের নামল পারদ, ঠাণ্ডার হাত থেকে এখনই রেহাই নেই

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার একটু স্বস্তি মিললেও বুধবার ফের শুরু ঠাণ্ডার দাপট। তাপমাত্র কমলো খানিকটা। কলকাতায় তাপমাত্রা নেমে হল ১০.৯ ডিগ্রি।

রাজ্যে শীতের এই ইনিংস চলবে বেশ কয়েকদিন। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। শৈত্য প্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্যও। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে শীতের দাপট আরও বাড়বে। পাশপাশি মুর্শিদাবাদ, মালদা-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্র অনেকটাই কমেছে। জলপাইগুড়ির তাপমাত্রা ৮.৫ ডিগ্রি। সঙ্গে চলেছে ঘন কুয়াশা। এই অবস্থা আপাতত বজায় থাকবে।

আরও পড়ুন-'হিন্দু' অস্ত্রেই বিজেপির মোকাবিলা মমতার

মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। বুধবার তা কমে হয়েছে ১০.৯ ডিগ্রি। সোমবার তাপমাত্রা অনেকটাই কম ছিল। এদিন তাপমাত্রা নেমে ‌দাঁড়ায় ১০.৫ ডিগ্রিতে।  

.