রাজ্যে `মন খুলে` প্রার্থী দিচ্ছে `একলা চলো` কংগ্রেস, সম্ভাব্য তালিকায় প্রথম সারির নেতারা

দশ বছর বাদে রাজ্যে হাত খুলে প্রার্থী তালিকা তৈরি করল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে জোটের কারণে এতদিন ভাগ্যে জুটত সামান্য কয়েকটা আসন। এ বার বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দিচ্ছে তারা। রাহুল গান্ধীর নির্দেশে প্রদেশ কংগ্রেসের সব শীর্ষ নেতারাই ভোটে দাঁড়াচ্ছেন। চব্বিশ ঘণ্টার হাতে এসেছে সম্ভাব্য প্রার্থী তালিকা।

Updated By: Mar 7, 2014, 09:43 AM IST

দশ বছর বাদে রাজ্যে হাত খুলে প্রার্থী তালিকা তৈরি করল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে জোটের কারণে এতদিন ভাগ্যে জুটত সামান্য কয়েকটা আসন। এ বার বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দিচ্ছে তারা। রাহুল গান্ধীর নির্দেশে প্রদেশ কংগ্রেসের সব শীর্ষ নেতারাই ভোটে দাঁড়াচ্ছেন। চব্বিশ ঘণ্টার হাতে এসেছে সম্ভাব্য প্রার্থী তালিকা।

ভোট আসলেই জোট নিয়ে কংগ্রেস-তৃণমূলের টানাপোড়েন। আর শেষপর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে যাবতীয় দাবি নস্যাত হয়ে কংগ্রেসের হাতে নামমাত্র কয়েকটি আসন। গত কয়েকবছর ধরে এটাই ছিল পরিচিত ছবি। জোট না হওয়ার কারণে এ বার পরিস্থিতিটা আলাদা। প্রদেশ কংগ্রেসের প্রথম সারির প্রায় সব নেতাই এ বার প্রার্থী হচ্ছেন।

ছয় সাংসদই তাঁদের বর্তমান কেন্দ্রে ফের প্রার্থী হচ্ছেন।

বহরমপুর-অধীর চৌধুরী
রায়গঞ্জ-দীপা দাশমুন্সি
মালদা উত্তর-মৌসম বেনজির নুর
মালদা দক্ষিণ-আবু হাসেম খান চৌধুরী
মুর্শিদাবাদ-মান্নান হোসেন
জঙ্গিপুর-অভিজিত মুখার্জি

বাকিরা হলেন,

দার্জিলিং-শঙ্কর মালাকার
কোচবিহার-কেশবচন্দ্র রায়
আলিপুরদুয়ার-যোশেফ মুণ্ডা
জলপাইগুড়ি-সুখবিলাস বর্মা
রানাঘাট-প্রতাপকান্তি রায়
বারাকপুর-সম্রাট তপাদার
বারাসত-ঋজু ঘোষাল
জয়নগর-অর্ণব রায়
ডায়মণ্ডহারবার-কামরুজ্জামান
কলকাতা উত্তর-সোমেন মিত্র
কলকাতা দক্ষিণ-মালা রায়
শ্রীরামপুর-আবদুল মান্নান
ঘাটাল-মানস ভুঁইঞা
পুরুলিয়া-নেপাল মাহাতো
বর্ধমান-দুর্গাপুর-প্রদীপ ভট্টাচার্য
বীরভূম-সৈয়দ জিন্নি
দমদম-তাপস মজুমদার
হাওড়া-সনাতন মুখার্জি
সমীর আইচ রাজি না হলে যাদবপুরে প্রার্থী হবেন কৃষ্ণা
দেবনাথ।
ওমপ্রকাশ মিশ্র ও মহম্মদ আজহারউদ্দিনের কেন্দ্র এখনও ঠিক হয়নি।

রাজ্যে এখন কংগ্রেসের প্রাথমিক লক্ষ্য ছটি আসন ধরে রাখা। তারপর, যতটা সম্ভব তৃণমূলের যাত্রাভঙ্গ করা। লোকসভা ভোটে প্রার্থী তালিকা তৈরি করতে গিয়ে মহম্মদ আজহারউদ্দিন ছাড়া আর কোনও তারকার পিছনে ছুটছে না প্রদেশ কংগ্রেস। রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে এ বার লোকসভা নির্বাচনে সরাসরি জনতার রায় চাইতে হচ্ছে। দলের একাধিক বিধায়ককেও লোকসভা ভোটে টিকিট দিচ্ছে কংগ্রেস। প্রার্থী তালিকায় গুরুত্ব পাচ্ছেন যুবরা। শুক্রবার, দিল্লিতে স্ক্রিনিং কমিটির বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। থাকবেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এআইসিসি-র নেতা সিপি যোশী।

.